Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ’লীগের কাউন্সিল ঘিরে ফরিদপুর উৎসবমুখর

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর থেকে নাজিম বকাউল ঃ দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। আগামী ২২ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যেই জোর লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্ভাব্য প্রার্থীরা। বসে নেই নেতাদের কর্মী-সমর্থকরাও। দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চেয়ে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা শহরজুড়ে বিলবোর্ড, পোস্টার লাগিয়েছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত কে হচ্ছেন- এমন প্রশ্ন হাজারো মানুষের মাঝে। এ পর্যন্ত সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- দলের সহসভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, কাজী হেদায়েতউল্যাহ সাকলায়েন, লোকমান হোসেন মৃধা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, বিপুল ঘোষ, আয়মান আকবর চৌধুরী বাবলু। আর সাধারণ সম্পাদক হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। সভাপতি পদে বেশ এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ’র ছোট ভাই কাজী হেদায়েতউল্যাহ সাকলায়েন। দলের দুঃসময়ে তিনি জীবন বাজি রেখে দলকে সংগঠিত করতে কাজ করেছেন বলে নেতা-কর্মীদের পছন্দের তালিকায় তার নামটি এক নম্বরে রয়েছে। দলের বেশীর ভাগ কাউন্সিলরেরা মনে করেন, দলকে শক্তিশালী করতে সাকলায়েন কাজীর মতো দক্ষ, বিচক্ষণ নেতাকে প্রয়োজন। যিনি ভাংগা উপজেলা আওয়ামী লীগকে ১৩ বছর যাবত নেতৃত্ব দিয়ে আসছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে তিনি দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া সভাপতি পদে অন্য যারা রয়েছেন তাদের মধ্যে সভাপতি পদে শাসমুল হক ভোলা মাস্টার ও বাবু বিপুল ঘোষ কেন্দ্রীয় কয়েক নেতার সুনজরে রয়েছেন বলে জানা গেছে। অপরদিকে দলের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ’র ভাই হওয়াতে কাজী হেদায়েতউল্যাহ সাকলায়েন এবং প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে হওয়ায় আয়মন আকবর বাবলুও লবিংয়ে বেশ এগিয়ে রয়েছেন। এছাড়া প্রবীণ নেতা, শিক্ষাবিদ লোকমান হোসেন ও অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহাও মন্ত্রী পরিষদের প্রভাবশালী একনেতার নজরে রয়েছেন বলে জানা গেছে। সাধারণ সম্পাদক হিসাবে খন্দকার মোহতেশাম হোসেন বাবর বেশ এগিয়ে রয়েছেন। সাধারণ সম্পাদক হিসাবে মোহতেশাম হোসেন বাবরকে দেখতে চেয়ে কয়েকশ’ বিলবোর্ড টানানো হয়েছে শহরজুড়ে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব বিলবোর্ড টানিয়েছেন বলে জানা গেছে। দলটির নেতা-কর্মীদের দাবী ফরিদপুর জেলা আওয়ামী লীগকে শক্তিশালী অবস্থানে রাখতে হলে অবশ্যই সঠিক নেতাকে বেছে নিতে হবে। আর ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ দেয়া হলে কাউন্সিলরেরা তাদের যোগ্য নেতাকেই বেছে নেবেন।  





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগের কাউন্সিল ঘিরে ফরিদপুর উৎসবমুখর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ