Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিদিন স্বজনরা ডেকে আনছে রোহিঙ্গাদের

দীপন বিশ্বাস, উখিয়া (কক্সবাজার) থেকে | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

এপারে ও সীমান্তের জিরো লাইনে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা প্রতিদিন ওপার থেকে ডাকছে রোহিঙ্গাদের। নিকট আত্মীয়দের ডাকে নিরাপদ আশ্রয় ও খাবারের আশ্বাস পেয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রতিদিন পালিয়ে আসছে শত শত রোহিঙ্গা।
মিয়ানমারে সেনারা অনেক গ্রাম অবরুদ্ধ করে রাখায় কেউ ঘর থেকে বের হতে পারছেন না বলে নানা সূত্রে জানা গেছে। ফলে তাদের মজুদ করা খাবার শেষ হয়ে যায়। তারা জানতে পারেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পর্যাপ্ত ত্রাণ ও খাবার দেয়া হচ্ছে। তাই খাবারের আশায় উখিয়া-টেকনাফ ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত দিয়ে পালিয়ে আসছে তারা।
গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফের সাবরাং নয়া পাড়া ও উখিয়ার আনজিমান সীমান্ত দিয়ে শত শত রোহিঙ্গা পালিয়ে এসেছেন। এছাড়া টেকনাফের জাদিমুড়া, নাইট্যংপাড়া লম্বাবিল ও খারাংখালী পয়েন্ট দিয়েও রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশ মিয়ানমার বুচিডং (বুথেডং) টাউনশিপ এলাকার। শাহপরীর দ্বীপের ওপারে মিয়ানমারের ডংখালি নামক চর এলাকায় হাজারো রোহিঙ্গারা তাবু টানিয়ে আশ্রয় নিয়েছেন। এপারে আসা লোকজনের সেখানে অনেকের আত্মীস্বজন রয়েছে। এপার থেকে ডংখালিতে আশ্রয় নেওয়া লোকজনকে মোবাইলের মাধ্যমে ত্রাণ ও খাবারের বিষয়ে আশ্বস্থ করে নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ ভাঙ্গায় এমন একজনের সঙ্গে কথা হয়। তার নাম বশির আহম্মদ (৬৫)। বাড়ি মিয়ানমার বুচিডং (বুথেডং) টাউনশিপ ঘোদাম পাড়া।
তিনি বলেন, গত ২০ দিন আগে তার চাচাতো ভাই আলম পরিবারকে নিয়ে শাহপরীর দ্বীপে অনুপ্রবেশ করে লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, পর্যন্ত বাংলাদেশে যারা পালিয়ে এসেছে তাদের খাবারের কোন অভাব নেই। এই কথাটি আমার জেঠাত ভাই হামিদ, কাসেমকে শুনালে তারা বললো বাংলাদেশ যেভাবে হওক আমাদের নিয়ে যেতে বল। পরে দিন তার সাথে কথা বলে আমাদের তিন পবিারের ২৮ জন রবিবার সন্ধায় রওনা দিলাম। সারা রাত হেটে ও পৌছতে না পেরে পাহাড়ের গুহায় অবস্থান করি। পরের দিন অবশেষে ডংখালি চরে পৌছে। সেখানে এসে দেখি ছোট ছোট তাবুতে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বসবাস করছে। চরে একদিন থেকে আলমের সাথে যোগাযোগ করে পরের দিন এক লক্ষ ৫০ হাজার কিয়াট দিয়ে একটি ছোট মাছ ধরার নৌকা পাঠিয়ে আমাদের নিয়ে আসে। সেখানে আরো আমার পরিচিত লোকজন রয়েছে।
হারিয়া খালী সেনা ক্যাম্পে দেখা হয় বশির আহম্মদের সাথে, স্ত্রীসহ ৪ সন্তান নিয়ে এপারে পালিয়ে আসেন গত রাতে। তিনি বলেন, তার এক মাস আগে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল তার ছোট ভাই নুর মোহাম্মদ। সে এপারে আসার পর থেকে মিয়ানমার পরিস্থিত জানতে তার সঙ্গে যোগাযোগ করতো। তখন তারা গ্রাম ফেলে ডংখালী চরের অবস্থান করছিল। সেখানে তাদের খাবারের খুব বেশি অভাব ছিল। তখন তার ছোট ভাই তাদেরকে চলে আসতে বলেন। কেননা বাংলাদেশে আসার পর থেকে খুব বেশি ভাল ছিল। এপারে কিছু কাজ করতে হয় না, প্রতি দিন চাল, ডাল, তেল ও মাঝে নগদ টাকাও পেয়ে থাকি। এখানে শুধু একটু কষ্ট হয় লাইনে দাড়িতে হয়। তার কথা শুনার পরে ভেবেছিলাম সেখানে কষ্ট করে থাকার চেয়ে নৌকা করে এপারে আমিও চলে আছি।
লম্বাবিল এলাকার মো. আলম পরিবারের ১০ সদস্য নিয়ে পালিয়ে এসেছেন। নয়াপাড়া ক্যাম্পে আশ্রয় নেন। তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ তাদের গ্রাম। বাড়িতে কোনো খাবার মজুদ ছিল না। খেয়ে না-খেয়ে দিন কাটছিল। মাঝেমধ্যে তাদের ডেকে নিয়ে ত্রাণ দেয়া হয়। ত্রাণ দেয়ার দৃশ্য ভিডিও ধারণ করে পরে আবার সে ত্রাণ কেড়ে নেয় সেনা ও তাদের সঙ্গে থাকা রাখাইনরা। শেষে ক্ষুধার জ্বালায় পালিয়ে বাংলাদেশের পথ ধরেন তারা। এখন এখানে এসে ভাল হয়েছে, কেননা জন প্রতি ত্রাণ ও খাবার পাচ্ছি। চিন্তা করছি ওপারে আমার আরও কয়েকজন আত্মীয়স্বজন রয়েছে। তাদেরও ফোনে মাধ্যমে বাংলাদেশে চলে আসতে বলেছি। এখানে যে ত্রাণ দিতেছে তা খাওয়ার পর বাকি গুলো বাহিরেও বিক্রি করে অনেক টাকা আয় করে জমা করা সম্ভব। বাংলাদেশের বিভিন্নস্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা প্রতিদিন এভাবে তাদের আত্মীয় স্বজনদের আসতে উৎসাহ জোগাচ্ছে। যার ফলে প্রতিদিনই বাড়ছে অনুপ্রবেশকারীর সংখ্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ