পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, যে সরকারের শাসনব্যবস্থায় বিচার বিভাগের অবস্থা প্রশ্নবিদ্ধ, প্রধান বিচারপতি নিরাপদ নয়, সেই সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব? শেখ হাসিনার নের্তৃত্বধীন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব উল্লেখ করে তিনি বলেন, আগামীতে দেশে সুষ্ঠু নির্বাচন করতে চাইলে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাইলে এটা করতেই হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত ‘নির্বাচনী সংলাপ ও গণতন্ত্র’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্ঠা এস এম আকরাম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. ফজলুল হক সরকার, শেখ দেলোয়ার হোসেন, জাহিদুর রহমান, শহীদ উল্লাহ কায়সার প্রমুখ।
মাহমুদুর রহমান মান্না বলেন, নাগরিক ঐক্য মনে করে দেশের বর্তমান এই অবস্থার মূলে আছে ২০১৪ সালে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে অর্জিত অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা। সে কারণে আমরা বিশ্বাস করি আগামী সংসদ নির্বাচনটি যদি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণ মূলক না হয়, তবে সেটা আমাদের প্রায় ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে একেবারেই ধসিয়ে দিবে।
এস এম আকরাম বলেন, আমরা এই মুহূর্তে এমন একটা সরকার দ্বারা শাসিত হচ্ছি, যেটা নির্বাচিত হয়েছিল নির্বাচনের আগেই। মানুষের জন্য সংবিধান; সংবিধানের জন্য মানুষ নয়। যদি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয় তাহলে সকল দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার চাইলে সংবিধান সংশোধন করে তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করা উচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।