পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বানারীপাড়া উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবীর হত্যা মামলার বিচার কার্যক্রম ফের শুরু হয়েছে। আসামীদের জামিনের বিরুদ্ধে উচ্চাদালতে আপীল থাকায় নিম্ন আদালতে ওই মামলার বিচার কার্যক্রম গত দুই বছর যাবত স্থগিত ছিল। সম্প্রতি উচ্চাদালত থেকে আসামীদের জামিন বহাল রাখার আদেশ হয়েছে। ফলে হুমায়ুন কবির হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু করতে আর কোন আইনী জটিলতা না থাকায় বৃহস্পতিবার থেকে বরিশাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফের মামলার বিচার কার্যক্রম শুরু হয়। তবে আদালতে বিচারক না থাকায় আগামী ১৫ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সরোয়ার হোসেন জানান, হুমায়ুন কবীর হত্যা মামলার বিচার কার্যক্রম চলাকালে সকল আসামী উচ্চদালত থেকে জামিন পান। ওই জামিন আদেশ বাতিলের দাবীতে মামলার বাদী নিহতের ভাই সৈয়দ তরিকুল ইসলাম উচ্চদালতে আপীল করেন। এনিয়ে নিম্ন আদালতে ভুল বোঝাবুঝির কারনে গত দুই বছর যাবত বিচার কার্যক্রম স্থগিত ছিল। বৃহস্পতিবার থেকে ফের বিচার কার্যক্রম শুরু হয়েছে। বিচার কার্যক্রম স্থগিত হওয়ার আগে মাত্র ১ জনের স্বাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়েছিল।
২০১৩ সালের ১৯ জুলাই প্রকাশ্য দিবালোকে সৈয়দ হুমায়ুন কবীরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতর ভাই সৈয়দ তরিকুল ইসলাম বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু ও সলিয়াবাকপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম সহ ১০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।