Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতা বন্ধ করতে সুচি’র প্রতি ইইউ

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধ করতে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির প্রতি আহŸান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গত বুধবার রাতে এক টেলিফোনালাপে সু চির প্রতি এ আহŸান জানিয়েছেন। টেলিফোনালাপে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ দমন অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহŸান জানান মোগেরিনি। এর আগে বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহŸান জানিয়েছে। জাতিসংঘের উপ-মহাসচিব জেফরি ফেল্টম্যান গত মঙ্গলবার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান বন্ধ করার জন্য দেশটির সরকারের প্রতি আহŸান জানান। তিনি নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিতে বাধা দেয়ায় মিয়ানমার সরকারের তীব্র সমালোচনা করেন। ইচ্ছা থাকা সত্তে¡ও মিয়ানমার সরকারের বাধার কারণে দেশটির রাখাইন প্রদেশের মুসলমানদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারছে না বিশ্বের বহু দেশ। ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা শুধুমাত্র বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছে ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ইরানের রেডক্রিসেন্ট সোসাইটি এ পর্যন্ত তিন চালানে রোহিঙ্গা মুসলমানদের জন্য ১৩০ টন সাহায্য পাঠিয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ