মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সংবিধান লঙ্ঘন করে স্বাধীনতা ঘোষণার হুমকি দেয়ায় স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্বায়ত্তশাসন স্থগিত হতে যাচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে মাদ্রিদ সরকার। তাদের এই পদক্ষেপে কাতালোনিয়ার নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, সে বিষয়ে উদ্বেগের মেঘ বিরাজ করছে অঞ্চলটির জনমনে। গতকাল বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের কার্যালয় থেকে প্রদত্ত এক বিবৃতিতে জানানো হয়, কাতালোনিয়ার ব্যাপারে সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এই অনুচ্ছেদ বাস্তবায়ন হলে কাতালোনিয়া সরাসরি মাদ্রিদ সরকারের অধীনে শাসিত হবে। এ সংক্রান্ত প্রস্তাবনা আগামী শনিবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে তা আইন আকারে পাস হয়ে গেলেই কাতালোনিয়া চলে আসবে কেন্দ্রীয় সরকারের অধীনে। ১৯৭০-এর দশকের মাঝামাঝিতে স্পেনের স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কো মারা গেলে গণতান্ত্রিক যুগে প্রবেশ করে দেশটি। এরপর ১৯৭৮ সালে অনুমোদিত সংবিধানে স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোকে বাগে রাখার জন্য রাখা হয় ১৫৫ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদকে পরমাণু বিকল্প হিসেবে দেখা হয়। এতোদিন পর্যন্ত এই অনুচ্ছেদ বাস্তবায়নের প্রয়োজন পড়েনি স্পেনে। কিন্তু কাতালোনিয়া স্বাধীনতার দাবিতে উত্তাল হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী রাজয় এই অনুচ্ছেদটি বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। যদিও প্রধানমন্ত্রীর এই বিবৃতির আগে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্ত হুমকি দিয়ে বলেছেন, মাদ্রিদ সংলাপের পথ রুদ্ধ করতে চাইলে এবং ১৫৫ অনুচ্ছেদ বাস্তবায়ন করতে উদ্যোগী হলে কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করবে। মাদ্রিদ ও বার্সেলোনার নেতৃত্বের এই পাল্টাপাল্টি হুমকিতে অস্থিতিশীলতার আশঙ্কা করছেন স্প্যানিশ জনগণ। এরইমধ্যে রাস্তায় রাস্তায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য নামিয়েছে মাদ্রিদ সরকার। গত ১ অক্টোবরের গণভোটের পর ১০ অক্টোবর কাতালোনিয়ার প্রেসিডেন্ট পুজদেমন্ত স্থগিত স্বাধীনতা ঘোষণা দিয়ে সংলাপের আহŸান জানান। কয়েক ঘণ্টা পর রাজয় বিষয়টি স্পষ্ট করতে ১৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে (আল্টিমেটাম) দেন কাতালান নেতৃত্বকে। এরমধ্যে ১৬ অক্টোবর পুজদেমন্ত এক বিবৃতিতে তার আগের অবস্থানই প্রকাশ করে ফের সংলাপে বসার আহŸান জানান কেন্দ্রীয় সরকারের কাছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় ওই আল্টিমেটাম শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী রাজয় বিবৃতি দিয়ে ১৫৫ অনুচ্ছেদ বাস্তবায়নের পদক্ষেপের কথা জানালেন। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।