মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য আমেরিকার প্রতি আহŸান জানিয়েছে রাশিয়া। নিজের হাতে থাকা অবশিষ্ট রাসায়নিক অস্ত্র গত সেপ্টেম্বরে ধ্বংস করার পর এখন মস্কো একই পদক্ষেপ নেয়ার জন্য আমেরিকার প্রতি আহŸান জানালো। জাতিসংঘ সাধারণ পরিষদের ফার্স্ট কমিটিতে দেয়া বক্তৃতায় গত বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক ভøাদিমির ইয়ারমাকভ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অকার্যকর করার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাসায়নিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে রাশিয়া যা করেছে; দেরি না করে সেই একই পথ অনুসরণের জন্য আমরা রাসায়নিক অস্ত্রধারী অন্য দেশগুলোর প্রতি আহŸান জানাচ্ছি। তিনি আরো বলেন, যে দেশ ছিল এ বিষয়ে প্রথম ও প্রধান প্রস্তাবক এবং সবচেয়ে সক্রিয়, কিছু কারণে সে দেশটি এখনো সবচেয়ে বেশি রাসায়নিক অস্ত্র মালিক। আরটি, তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।