মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আল খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায়, তাহলে ইরান সেটিকে টুকরো টুকরো করবে। গত বুধবার তেহরানে ছাত্রদের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের পাঁচদিন পর খামেনি এ কথা বললেন। ইরানের ধর্মীয় নেতা বলেন, আমি মূর্খ প্রেসিডেন্টের বাগাড়ম্বরপূর্ণ মিথ্যা কথার জবাব দিতে চাই না। ট্রাম্পের নির্বুদ্ধিতায় আমাদের যুক্তরাষ্ট্রের প্রতারণাপূর্ণ আচরণ ভুলে যাওয়া উচিৎ নয়। যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলে তাহলে আমরা সেটিকে টুকরো টুকরো করব। প্রত্যেকেরই জানা উচিৎ আবারও যুক্তরাষ্ট্র তার গালে চড় খেতে যাচ্ছে এবং তারা ইরানিদের কাছে পরাজিত হবে। ইসলামিক স্টেট সম্পর্কে তিনি বলেন, আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।