Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৌশলগত সম্পর্কে ভারত অংশীদার : টিলারসন

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক রাজনীতির নতুন সীমকরণ স্পষ্ট করে দিল যুক্তরাষ্ট্র। চীন ঠেকাতে ভারতকে আঁকড়ে ধরছে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে ভারতের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। কৌশলগত সম্পর্কে ভারতকে অংশীদার বলে উল্লেখ করেছেন তিনি। আরো বলেছেন, অগণতান্ত্রিক সমাজ হিসেবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন সম্পর্ক কখনো ছিল না। ভারতের ভূয়সী প্রশংসা করেন তিনি। চীনা নীতির সমালোচনা করে টিলারসন বলেন, বেইজিং মাঝেমধ্যে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করেছে- দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ এমন একটি উদাহরণ। আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক। তার আগে চীনকে একহাত নিয়ে ভারতকে উঁচুতে তুলে ধরলেন তিনি। তবে আগামী নভেম্বর মাসে চীনসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন নিয়ে বিষোদগার করলেও ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ক্রমেই বড় হওয়া বৈশ্বিক অংশীদার বলে অভিহিত করেছেন ট্রাম্পের এই মন্ত্রী। তিনি বলেছেন, ভারত শুধু গণতন্ত্র আত্মীয়তা-ই ভাগাভাগি করে না, আমরা ভবিষ্যৎ লক্ষ্যও ভাগ করে নেই। বুধবার চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেসে দলীয় নেতা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন ঘণ্টার দীর্ঘ বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর এসব মন্তব্য করেন টিলারসন। অপর এ খবরে বলা হয়, পাকিস্তানের ওপর নজরদারি করতে ভারতের সাহায্য চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি গত বুধবার বলেন, সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়- এমন কোনো সরকারকে সহ্য করবে না তার দেশ। পাকিস্তানের ওপর নজর রাখতে সাহায্য করতে পারে ভারত। ডন অনলাইনের এক খবরে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এর আগে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-ভারত বন্ধুত্ব পরিষদের এক অনুষ্ঠানে নিকি হ্যালি বলেন, ভারত যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে চায়, তাহলে এই মুহূর্তে বিষয়টিতে হাত দেওয়া উচিত হবে না তাদের। নয়াদিল্লির দিকে ওয়াশিংটনের ঝুঁকে পড়ার ব্যাখ্যায় নিকি হ্যালি বলেন, আফগানিস্তানকে স্থিতিশীল করতে সত্যিই ভারতের সাহায্য প্রয়োজন। আফগান সংঘর্ষের সমাধানে দক্ষিণ এশিয়ার বড় শক্তির বিরাট ভূমিকা দরকার। তিনি আরো বলেন, আফগানিস্তানের পুনর্গঠনে শুধু অবকাঠামো ও সহায়তা দিয়ে নয়, তারা পাকিস্তানের বিরুদ্ধে নজর রাখতেও সাহায্য করতে পারে। এদিকে, গত বুধবার ওয়াশিংটনে আরেক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ভারতের ভূয়সী প্রশংসা করে চীনের বিরুদ্ধে বিষোদগার করেন। বিবিসি, ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ