মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাপানে আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বড়ো ধরনের জয় পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার অনুষ্ঠেয় এ আগাম নির্বাচনে তিনি তার জাতীয়তাবাদ কর্মসূচি ও উত্তর কোরিয়া বিষয়ে কঠোর অবস্থানের পক্ষে রায় পেতে চাচ্ছেন। উত্তর কোরিয়ার জাপানকে সমুদ্রে ডুবিয়ে দেয়ার অঙ্গীকার এবং জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় উভয় দেশের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের আগাম নির্বাচনকে কেন্দ্র করে চালানো বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে এ নির্বাচনে অ্যাবের রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বড় ধরনের জয় পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও তার সরকারের জনপ্রিয়তা হ্রাস পেলেও নামেমাত্র একটি দুর্বল বিরোধীদল নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না বলেই মনে করা হচ্ছে। উত্তর কোরিয়া প্রশ্নে কোন আপোস নয় এমন নীতি বজায় রেখে অ্যাবে পিয়ংইয়ং সরকারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা করছেন। উল্লেখ্য, অ্যাবে গত মাসে এ আগাম নির্বাচনের ঘোষণা দেন। নির্ধারিত সময়ের এক বছরের বেশী আগে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।