Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিতে বিভিন্ন অপরাধের ঘটনা তদন্ত আইসিসির

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত বুধবার বলেছে, তারা মালিতে হত্যাকাÐসহ সম্ভাব্য কয়েকটি যুদ্ধাপরাধের ঘটনা তদন্ত করছে। দেশটির বিশাল অংকের সম্পদ ধ্বংসের জন্য দায়ী সাবেক এক জিহাদির অপরাধ সম্পর্কে জানার কয়েকমাস পর তারা এ তদন্ত শুরু করে। আইসিসির চিফ প্রসিকিউটর ফটোউ বেনসৌদা বামাকোতে সাংবাদিকদের বলেন, মালির বিভিন্ন অপরাধমূলক ঘটনার ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। এসবের মধ্যে রয়েছে যৌন অপরাধ, শান্তিরক্ষীদের বিরুদ্ধে অপরাধ, হত্যা এবং অন্যান্য অপরাধ। হেগ ভিত্তিক ট্রাইব্যুনাল আগস্টে জানায়, সাবেক জিহাদি আহমাদ আল-ফকি আল-মাহদি মালির উত্তরাঞ্চলে তিমবুকতুতে অনেক প্রাচীন নিদর্শন ধ্বংস করায় দেশটির প্রায় ২.৭ মিলিয়ন ইউরো মূল্যের সম্পদের ক্ষতি হয়। ২০১২ সালে জিহাদিরা দখলে নেয়ার সময় এসব নিদর্শন ধ্বংস করা হয়। ইউনেস্কো স্বীকৃত এসব প্রাচীন নিদর্শন ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়ার কথা স্বীকার করায় ২০১৬ সালে আল-মাহদির নয় বছরের সাজা হয়। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ