Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

টি-২০ দলে ফিরলেন হাফিজ

| প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১১:২৪ পিএম

 

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে পুনরায় দলে ডেকেছে পাকিস্তান। নিজ মাঠে বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজে দলে জায়গা না পাওয়া ৩৭ বছর বয়সী হাফিজ গত মার্চে জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ভার্সনে সর্বশেষ খেলেছেন। ইনজুরি সত্তে¡ও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেস বোলার মোহাম্মদ আমিরকে। লংকানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাঁজরে আঘাত পাওয়ায় ওয়ানডে সিরিজ মিস করেন আমির। তবে ২৫ বছর বয়সী এ পেস তারকার একাদশে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি ফিটনেসের উপর নির্ভর করছে। বিশ্ব একাদশের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়া একমাত্র খেলোয়াড় পেসার সোহেল খান।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে। ২৬ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এ ম্যাচ দিয়ে দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
পাকিস্তান টি-২০ দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক/উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির (ফিটনেসের উপড় নির্ভরশীল), রুম্মন রইস, উসমান খান, উমর আমিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ