Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধ্বংসী হাসান আলী

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আবর আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতেও বোলিং সাফল্য ধরে রেখেছে পাকিস্তান। সিরিজ জয় নিশ্চিত করতে ব্যাট হাতে তাদের করতে হবে ২০৯ রান।
গতকাল আবু ধাবিতে সবচেয়ে আগ্রাসী ভুমিকায় ছিলেন হাসান আলী। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৪ রানে ৫ উইকেট নেন এই মিডিয়াম পেসার। এ নিয়ে তৃতীয় বারের মত ম্যাচে ৫ উইকেট নিলেন তিনি। একই সাথে দেশের হয়ে দ্রæততম ৫০ উইকেট শিকারের রেকর্ডও গড়েন হাসান। ১৬৩ রানে অস্টম উইকেট হারানো লঙ্কানদের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন থিসারা পেরেরা (৩৮)। এর আগে দলীয় ১১৩ রানে আউট হন সর্বোচ্চ ৬১ রান করা উপুল থারাঙ্গা। শাদব নেন ২ উইকেট। লঙ্কানরাও ৪৮.২ ওভারে গুটিয়ে যায় ২০৮ রানে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ