Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মুসলমানের মতো দেখা যায় তাই...

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মুসলিমদের মতো দেখা যায় বলে অনেক ব্রিটিশ নাগরিক নির্যাতিত হচ্ছেন। তাদেরকে অবমাননা করা হচ্ছে। তাদের গায়ের রং ও মুখে দাড়ি থাকায় তাদেরকে সন্ত্রাসী বলা হয়। বলা হয়, আইসিসের সঙ্গে তাদের সম্পর্ক আছে। শুধু তা-ই নয়, তারা মৌখিক এসব আপত্তিকর মন্তব্য শোনা ছাড়াও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। ওই গবেষণা রিপোর্টটি জমা দেয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে। এতে বলা হয়েছে, এমন নির্যাতনের শিকার ব্যক্তিদের বাসার সামনে স্থাপিত মেইলবক্সে অথবা তাদের মালিকানাধীন দোকানের জানালা ভেঙে ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে পশুর মল। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, অমুসলিম অথচ মুসলমানের মতো দেখা যায় বলে এসব মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন। গবেষণা চালাতে গিয়ে এমন বেশ কিছু মানুষের সাক্ষাতকার নেয়া হয়েছে। তাতে দেখা যায়, ব্রেক্সিট গণভোট ও লন্ডনে সন্ত্রাসী হামলার পর এই শত্রুতামূলক আচরণ বৃদ্ধি পেয়েছে। হাউজ অব কমন্সে হেট ক্রাইম অ্যাওয়ারনেস উইক চলাকালে এই গবেষণা রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। এতে অমুসলিমরা কিভাবে ইসলামবিরোধিতার শিকারে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন ড. ইমরান আওয়ান ও ড. আরিন জেমপি। সরকারি জরিপ ও প্রাতিষ্ঠানিক জরিপে এসব তথ্য উঠে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ