Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাক-আফগান সীমান্তে ২৪ ঘণ্টায় তিনবার ড্রোন হামলা, নিহত ৩১

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পাক-আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। বিগত ২৪ ঘণ্টার মধ্যে তিনবার ড্রোন হামলা চালানো হয়। গতকাল বুধবার দক্ষিণ এশীয় সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়,পাক-আফগান সীমান্তের পাকতিয়া প্রদেশের গুজদারি এলাকায় গত মঙ্গলবারের এক ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত এবং একজন আহত হয়। ওই এলাকায় ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ওই এলাকার ওপর দিয়ে অনেক ড্রোন উড়ে যেতে দেখা যায়। দিনের প্রথম হামলাটি চালানো হয় পাকতিয়ার খানাচি এলাকায়। সেখানে পাঁচজন নিহত এবং একজন আহত হয়। জান যায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), জামিয়াত-উল-আহরার এবং হাক্কানি নেটওয়ার্কের গোপন আস্তানা লক্ষ্য করে মোট ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ