Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রথম উপন্যাসেই ম্যান বুকার জয়

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 সমাধিক্ষেত্রে পুত্রহারা আব্রাহাম লিংকনের শোকাবহ এক রাতের গল্প নিয়ে লেখা উপন্যাসের জন্য এ বছর ম্যান বুকার পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের কথাসাহিত্যিক জর্জ সন্ডার্স। এটিই তার প্রথম উপন্যাস, যার নাম ‘লিংকন ইন দি বার্ডো’। বার্ডো শব্দের অর্থ ‘মৃত্যু ও পুনর্জন্মের মধ্যবর্তী অবস্থা। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ছেলের মৃত্যুর পর তার শোক ও ছেলের সমাধি পরিদর্শনের করুণ গল্প উঠে এসেছে সন্ডার্সের উপন্যাসে। এটিই তার পূর্ণদৈর্ঘ উপন্যাস। এর আগে ছোটগল্পকার হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ম্যান বুকার পুরস্কারের বিচারকরা উপন্যাসটির ভূয়সী প্রশংসা করেছেন। তাদের ভাষায়, এটি ‘একদম মৌলিক’ কাজ ও ‘গভীরে সঞ্চালিত’। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় লেখক হিসেবে এ পুরস্কার জিতলেন সন্ডার্স। ৫০ হাজার ডলার পুরস্কারমূল্য পাবেন তিনি। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য মনোনিত ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন দুই ব্রিটিশ লেখক আলী স্মিথ ও ফিয়োনা মোজলি, দুই আমেরিকান লেখক পল অস্টার ও এমিলি ফ্রিডলান্ড এবং ব্রিটিশ-পাকিস্তানি লেখক মোহসিন হামিদ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ