মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের বিবদমান দুটি পক্ষ হামাস ও সরকারে থাকা ফাতাহ গত সপ্তাহে মিসরে একটি চুক্তি সম্পন্ন করেছে। তবে গত মঙ্গলবার হামাস সতর্ক করে বলেছে, গাজার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অতিসত্বর উঠিয়ে না নিলে তা ঐতিহাসিক চুক্তিটির জন্য হুমকি হয়ে যাবে। হামাসের এক মুখপাত্র জানান, প্রশাসনিক কাউন্সিল ভেঙে দেয়ার এক মাস পরও গাজায় তাদের জনগণের ওপর শাস্তিমূলক ব্যবস্থা চালিয়ে যাওয়া ভালো কোনো উদ্যোগ নয়। হামাস নিয়ন্ত্রিত গাজা এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখনো বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে আছে এ অঞ্চলের ২০ লাখ মানুষকে দিনের বেশির ভাগ সময় বিদ্যুত্বঞ্চিত রাখা। চুক্তি অনুসারে হামাস গাজায় তাদের প্রশাসনিক কাউন্সিল ভেঙে দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে আগামী ১ ডিসেম্বরের মধ্যে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।