নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
১৮তম ওভারে যখন মাঠে নামেন তখন ৯০ রানে দাঁড়িয়ে ডি কক ও ফাফ ডু প্লেসিসকে হারিয়ে ‘কিছুটা’ ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এর কোন কিছুই স্পর্শ করল না এবি ডি ভিলিয়ার্সকে। এসেই শুরু করলেন নিজের মত। চালিয়ে গেলেন ৪৮তম ওভার পর্যন্ত। ততক্ষণে নিজের পাশে জমে গেছে ১৭৬ রান, সেটাও মাত্র ১০৪ বলে। দক্ষিণ আফ্রিকাও দাঁড় করায় ৬ উইকেটে ৩৫৩। পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামের যা সর্বোচ্চ সংগ্রহ।
জবাবে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। কিন্তু দলীয় ৪৪ রানে তামিম ইকবালকে হরিয়ে ব্যাকফুটে যায় টাইগাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত মাশরাফির দলের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান। ইমরুলের (২৫*) সাথে ব্যাট করছেন লিটন দাস (১১*)।
ডি ভিলিয়ার্স শেষ পর্যন্ত থাকলে হয়ত ওয়ানডে ক্রিকেটের দ্রুততম দ্বিশতক দেখে ফেলত ক্রিকেট বিশ্ব। কিন্তু তা হতে দেননি রুবেল হোসেন। তার আগে ক্যারিয়ারের ২৫তম শতকটি স্পর্শ করেন মাত্র ৬৮ বলের মোকাবেলায়, দেড়শ ৯৩ বলে। সব মিলে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান মাত্র ১০৪ বল দিয়ে ১৫টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি দিয়ে। একদিনের ক্রিকেটে যা তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তৃতীয় উইকেটে হাশিম আমলার সাথে ১৩৬ ও চতুর্থ উইকেটে জেপি ডুমিনির সাথে গড়েন ১১৭ রানে জুটি। পরের জুটিতে ডুনির অবদান ছিল মাত্র ২৭ রান। আমলা করেন ৯২ বলে ৪ বাউন্ডারিতে ৮৫, ডুমিনি করেন ৩০ রান।
ডি ভিলিয়ার্স ফেরার পর ১৪ বলে মাত্র ১০ রান যোগ করতে পারে প্রোটিয়ারা। এর পুরো কৃতিত্বের দাবিদার রুবেল হোসেন। শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন, শেষ পর্যন্ত তা হয়নি। ৬২ রানের খরচায় ৪ উইকেট নেন রুবেল। ১০ ওভারে সর্বোচ্চ ৮২ রান দেন দলপতি মাশরাফি।
কদিনের বৃষ্টিতে উইকেট ছিল কিছুটা আর্দ্র, আউটফিল্ডও মন্থর। টস জিতে তাই বল বেছে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওয়ানডের একাদশে এদিন পরিবর্তন মাত্র একটি। চোট কাটিয়ে দলে ফেরেন তামিম ইকবাল। এজন্য বাদ পড়তে হয় আগের ম্যাচেই ওয়ানডে অভিষেক হওয়া পেস অল-রাউন্ডার মোহাম্মাদ সাইফ উদ্দিনকে। তামিমের সাথে ওপেন সঙ্গী হিসেবে নামেন ইমরুল।
প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন শুরু করেন দুই স্বাগতিক ওপেনার। রান তুলতে অবশ্য ঘাম ছুটে যাচ্ছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। আউটফিল্ডে বল থেমে যাচ্ছে। হাশিম আমলা ও কুইন্টন ডি কক ছিলেন তাই খুবই সাবধানী। তবে ১৬ ওভারের মধ্যে মাত্র ৩টি বাউন্ডারি হলেও রান ঠিকই তারা তুলে নিয়েছেন ওভার প্রতি পাঁচের বেশি করে।
শেষ পর্যন্ত ১৮তম ওভারে ডি কককে (৬১ বলে ৪৬) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দেন সাকিব আল হাসান। দলীয় ৯০ রানে দাঁড়িয়েই ৩ বল পরে নতুন ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে (০) সরাসরি বোল্ড করে দেন বিশ্ব সেরা অল-রাউন্ডার। আমলার সাথে যোগ দিয়ে ডি ভিলিয়ার্স ব্যাট চালাচ্ছেন তার স্বভাবসুলভ ভঙ্গিমায়।
কিম্বার্লির প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২৭৮ রান করেও ১০ উইকেটের রেকর্ড ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।