Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪৯নং উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ধরে ইসলাম ধর্ম শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের পদটিতে নিয়োগ না দেয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। বিশেষ করে বিদ্যালয়টি মুসলিম এলাকায় হওয়ায় মুসলিম শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। অভিভাবক স্বপন শেখ জানান, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের শিক্ষক না থাকায় ছেলেমেয়েদের নিয়ে দুঃচিন্তাই আছি কারণ সব শিক্ষকই হিন্দু। এখানে সব ছাত্রছাত্রী মুসলিম এজন্য অচিরেই ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। অন্যথায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে এবং শিক্ষা কার্যক্রম চরম হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাধি বিশ্বাস জানান, গত বছরের ৫ মার্চ ধর্ম শিক্ষক রোকেয়া বেগম অবসর গ্রহণ করার পর থেকে পদটি শূন্য রয়েছে। এ পর্যন্ত কোন শিক্ষক নিয়োগ হয়নি। বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই মুসলিম। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান, যেহেতু শূন্য পদ সেহেতু বিধি অনুযায়ী অচিরেই একজন মুসলিম শিক্ষক নিয়োগ দেয়ার চিন্তা ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ