Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াকারের চাওয়া পাক-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আলোর মুখ দেখার অপেক্ষায় টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কতৃক প্রস্তাবিত এই আসরেই ভারত-পাকিস্তান লড়াইয়ের আপেক্ষায় আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। ক্রিকেটের চিরপ্রতিদ্ব›দ্বী এই দু’দেশ একে অপরের বিপক্ষে না খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থহীন বলে মনে করছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও কোচ। আইসিসি কর্তৃক টেস্ট চ্যাম্পিয়নশিপের সিদ্ধান্ত হওয়ার পরক্ষণেই গালফ নিউজকে ইউনিস বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ খুবই ভালো একটি ধারণা। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার খেলা না হওয়ার বিষয়টি তাদের শক্তভাবে চিন্তা করা উচিত ছিলো। এই দুই দেশ একে অপরের বিপক্ষে না খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সহায়ক হবে না।’ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ অবশ্যই হতে হবে জানিয়ে ইউনিস বলেন, ‘এই দুই দেশ একে অপরের বিপক্ষে না খেললে এটাকে আপনি প্রকৃত টেস্ট চ্যাম্পিয়নশিপ বলতে পারেন না। এরা দুটিই শীর্ষ দল। সুতরাং, এ দুটি দল একে অপরের বিপক্ষে না খেললে আপনি কিভাবে চ্যাম্পিয়ন-রানার্স আপ বিচার করবেন।’ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলতে যেতে ভারতের অস্বীকৃতি সম্পর্কে ইউনিস বলেন, ‘ভারত যদি সত্যিই পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয় তবে সেটা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া কিংবা যে কোন স্থানেই খেলতে পারে।’
আইসিসি প্রস্তাবিত ওয়ানডে চ্যাম্পিয়নশিপ সম্পর্কে সাবেক এ ফাস্ট বোলাার বলেন, ‘এ ধরনের লিগ আয়োজনের সময় কোথায় ভেবে আমি বিস্মিত। আমাদের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ এবং আরো অনেক টুর্নামেন্ট আছে। সুতরাং এ লিগ আয়োজনের সময় আছে বলে আমি মনে করি না। টেস্ট ক্রিকেট ভালো অবস্থায় নেই বিধায় আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ করার চেষ্টা করছি। ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট না হলে বিশ্বের অন্য দেশগুলোতে লংগার ভার্সন ধুকবে বলে আমি মনে করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ