Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম ম্যাচেই বৃষ্টির হানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

প্রথমে ব্যাট করে ২২৯ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছিল আয়ারল্যান্ড ‘এ’ ক্রিকেট দল। বাংলাদেশ ‘এ’ও ছিল না খুব বেশি সুবিধাজনক অবস্থানে। ১৪ ওভারে ৭৫ রান তুলতেই নেই শান্তর দলের ৩ উইকেট। এরপরই আসে বেরসিক বৃষ্টি। যে কারণে পরে আর একটি বলও মাঠে গড়াতে পারেনি। দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডেটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে অল-আউট হওয়ার আগে ২২৯ রান করে সফরকারীরা। সর্বোচ্চ ৬৫ রান করেন শিন টেরি, ম্যাককার্থি ৩৯ ও ম্যাকব্রাইন করেন ৩৭ রান। বাংলাদেশের হয়ে সুভাশিষ রায়, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও তানভীর হায়দার প্রত্যেকেই নেন দুটি করে উইকেট। ব্যাট হাতে ওপেনার জাকির হাসান অপরাজিত ছিলেন ৩৫ রানে। একই ভেন্যুতে আগামী ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ