Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক দিনের ফুটবল উৎসব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে এক দিনের ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশ নেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও নবাবপুর ক্রীড়া চক্র। টুর্নামেন্টে দু’গ্রুপে আটটি দল অংশ নেবে। ‘ক’ গ্রুপে খেলছে- বিকেএসপি, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, নবাবপুর ক্রীড়া চক্র ও মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব। ‘খ’ গ্রুপের দলগুলো হলো- শান্তিনগর ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব (অ-১৬), কসাইটুলি সমাজকল্যান পরিষদ ও স্বাধীনতা ক্রীড়া চক্র। গ্রুপ পর্বের খেলা শেষে একই ভেন্যুতে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ