Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনে কাতালানের ২ নেতা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কাতালুনিয়ার স্বাধীনতাপন্থি দুটি নাগরিক সংগঠনের শীর্ষ দুই নেতাকে জামিন না দিয়ে জেলে রাখার নির্দেশ দিয়েছে স্পেনের হাইকোর্ট। স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর মাদ্রিদের সরাসরি শাসন চালুর ইঙ্গিতের মধ্যেই সোমবার কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলির (এএনসি) প্রধান জর্ডি সানচেজ এবং অমনিয়াম কালচারালের প্রধান জর্ডি কুইক্সার্টের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠায় আদালত। এর মাধ্যমে আদালত কঠোর অবস্থানের জানান দিল বলে ধারণা বিশ্লেষকদের। রয়টার্স বলছে, স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের পর এটাই শীর্ষ কোনো কাতালান নেতার জেল।
সানচেজ ও কুইক্সার্ট জেলে থাকাকালীন সময়েই তাদের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহীতার অভিযোগের তদন্ত হবে। স্পেনের তদন্ত কর্মকর্তারা বলছেন, এই দুই নেতা গত মাসে বার্সেলোনায় স্বাধীনতাপন্থি এক বিক্ষোভের মূল আয়োজক ছিলেন। যে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বার্সেলোনার একটি ভবনের ভেতরে ন্যাশনাল পুলিশের একদল সদস্যকে আটকে ফেলে তাদের গাড়ি ধ্বংস করে দেন। সানচেজ ও কুইক্সার্টের জামিন নাকচ হওয়ার পর তাদের প্রায় ২০০ সমর্থক বার্সেলোনায় কাতালান সরকারের সদরদপ্তরের সামনে বিক্ষোভ করেন বলে জানিয়েছে রয়টার্স। তাদের ব্যানারে লেখা ছিল, ‘গণতন্ত্র’, কণ্ঠে ছিল ‘স্বাধীনতা’ শ্লোগান। স্বাধীনতার দাবিতে লাখ লাখ লোকের বিক্ষোভ আয়োজন করা এএনসি দুই কাতালান নেতাকে জেলে পোরার প্রতিবাদে মঙ্গলবার কাতালুনিয়াজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ