Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কিরকুকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে বিস্তৃত অভিযান ইরাকি বাহিনীর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 বিরোধপূর্ণ কিরকুক প্রদেশে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানে দ্রæত অগ্রগতি অর্জন করেছে ইরাকি বাহিনী। কুর্দিশাসিত কিরকুকের নিয়ন্ত্রণ গ্রহণের লক্ষ্যে বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের অভিযান শুরু করে ইরাকি সেনারা। এসব অভিযানে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, একটি বিমানবন্দর ও একটি তেলক্ষেত্র দখল করার কথা সেনাবাহিনী জানিয়েছে। শহরের দক্ষিণে চলমান সংঘর্ষে বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযানে কুর্দিদের সঙ্গে উল্লেখযোগ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড (জেওসি)। তবে কুর্দি যোদ্ধারা কোনো প্রতিরোধ ছাড়াই পিছু হটছে বলে অভিযানের গতি থেকে ধারণা করা যাচ্ছে। উল্লেখ্য, গত মাসে কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে একটি গণভোটের আয়োজন করা হয়। এ গণভোট ঘিরে বাগদাদ ও কুর্দিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতির মধ্যে ইরাকি সেনা ও মিত্রবাহিনী কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। জেওসি জানিয়েছে, কিরকুকের উত্তর-পশ্চিমাঞ্চলের কৌশলগত কে-ওয়ান সামরিক ঘাঁটির পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এছাড়া শহরের পূর্বে অবস্থিত সামরিক বিমানবন্দর ও বাবা গারগার তেলক্ষেত্রটিরও নিয়ন্ত্রণ নিয়েছে। বিরোধপূর্ণ অঞ্চলটির ছয়টি তেলক্ষেত্রের একটি বাবা গারগার। কিরকুকের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা তাজা খোরমাতুর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে সা¤প্রতিক বছরগুলোয় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে কুর্দিরা যেসব তেলক্ষেত্র ও সামরিক স্থাপনার দখল নিয়েছিল, সেগুলো থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছিল ইরাকের কেন্দ্রীয় সরকার। তেলক্ষেত্রগুলো নিয়েই সরকারের সঙ্গে কুর্দিদের বিশেষভাবে বিরোধ রয়েছে। কিরকুকের ছয়টি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ রয়েছে কুর্দি বাহিনীর হাতে। এসব তেলক্ষেত্র থেকে দৈনিক ৩ লাখ ৪০ হাজার থেকে সাড়ে পাঁচ লাখ ব্যারেল তেল উত্পাদন হয়। এ তেল আঞ্চলিক প্রশাসনের মাধ্যমে রফতানি করা হয়। এএফপি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ