Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস শিবিরে মার্কিন হামলায় নিহত অসংখ্য

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইয়েমেনের মধ্যাঞ্চলে ইসলামিক স্টেট গ্রæপের প্রশিক্ষণ শিবিরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অসংখ্য সদস্য নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী গত সোমবার এ কথা জানিয়েছে। সংঘাতময় দেশটিতে এটি এ ধরনের প্রথম বিমান হামলা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মিত্ররা এই প্রথমবারের মতো আইএসের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানোর ঘোষণা দিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে আল-বাইদা প্রদেশে আইএসের দু’টি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বাহিনীর এক বিমান হামলায় এ জঙ্গি গোষ্ঠীর অসংখ্য সদস্য নিহত হয়েছে। আইএসের নতুন যোদ্ধাদের প্রশিক্ষণের কার্যক্রম ভন্ডুল করে দিতেই তারা এ অভিযান চালায়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ