Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলায় ভোট পুনঃগণনা ছাড়া আলোচনায় যাবে না বিরোধী দল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভেনিজুয়েলার বিরোধী দল গত সোমবার জানিয়েছে, আঞ্চলিক নির্বাচনের ভোট গণনায় কারচুপি করায় এসব ভোট পুনঃগণনা ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট সমাধানের বিষয়ে তারা সরকারের সঙ্গে কোন আলোচনায় বসবে না। গত রোববারের নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়লাভ দাবি করার পর দেশটির বিরোধী দলীয় জোট ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ডটেবিলের (এমইউডি) নেতা এঞ্জেল ওরোপ্যাজা বলেন, কর্তৃপক্ষ ভোট পুনঃগণনা করতে সম্মত না হওয়া পর্যন্ত আমরা সরকারের সঙ্গে কোন আলোচনায় অংশ নেব না বা আপস করব না। অপর এক খবরে বলা হয়, ভেনিজুয়েলায় সাধারণ নির্বাচনের সরকারি ফলাফলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভূমিধস জয়ের দাবি করলেও এ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। মাদুরোর সমাজতান্ত্রিক দল ২৩টি রাজ্যের মধ্যে ১৭টিতেই জয়লাভ করেছে। অন্যদিকে বিরোধী দল ডেমোক্রেটিক ইউনিয়ন রাউন্ডটেবিল (এমইউডি) জোট মাত্র পাঁচটিতে জয়লাভ করেছে এবং একটির ফলাফল নির্ধারণ হয়নি বলে জানায় ন্যাশনাল ইলেকশনস কাউন্সিল। এমইউডির প্রচারণা পরিচালক জেরার্দো বøাইড বলেন, তারা এ মুহূর্তে ফলাফল মেনে নিচ্ছেন না। দেশের জন্য তারা একটি ক্রান্তিকাল পার করছেন। মাদুরো বলেন, তার সরকার বিপুল বিজয় অর্জন করেছে, বিপক্ষ দল মাত্র পাঁচটি রাজ্যে জয়লাভ করেছে। নিষ্পত্তি না হওয়া রাজ্যটিতেও তার দল জয়লাভ করবে বলে আশাবাদী তিনি। গত কয়েক মাস মাদুরো সরকারের বিরুদ্ধে দেশটির রাস্তায় প্রচন্ড রকম বিক্ষোভ হয়েছে। তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির নাগরিকরা মৌলিক অধিকারসহ নানা দাবিতে মাদুরো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ