মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে ব্রিটেনকে সতর্ক থাকার পরামর্শ দিলেন হিলারি ক্লিনটন। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন বলেন, ব্রাসেলসের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই যদি ব্রিটেন ইইউ ছাড়ে তবে মারাত্মক হুমকির সম্মুখীন হতে হবে দেশটিকে। গত বছরে আকস্মিকভাবে গণভোটের মাধ্যমে ইইউ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর যুক্তরাষ্ট্র ও অন্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পর্কিত বিষয়ে আলোচনা করে ব্রিটিশ সরকার। ব্রিটিশ-মার্কিন চুক্তির সম্ভাবনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি কি এমন কারো সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছেন, যার বাণিজ্যের ওপরেই আস্থা নেই? কাজেই আগামী কয়েক বছরে কী ঘটবে এ নিয়ে আমি নিশ্চিত নই। চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে বাণিজ্য নিয়ে আলোচনা করতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। বছরে দেশ দুটির মধ্যকার বাণিজ্যের আকার ২ হাজার কোটি ডলার। ব্রেক্সিট ভোট এবং মার্কিন নির্বাচনে তার পরাজয়ের বিষয়টিকে তুলনা করে হিলারি বলেন, ইইউর সঙ্গে যদি আলাদা হওয়ার আলোচনা ব্যর্থ হয় তবে বড় ধরনের হুমকির মধ্যে পড়বে ব্রিটেন। ব্রেক্সিট ভোটের দিকে লক্ষ করুন, যুক্তরাষ্ট্র নির্বাচনে আমাদের সঙ্গে যা হয়েছে এটি কোনো কোনো ক্ষেত্রে সে রকমই পূর্বাভাস দিচ্ছে। প্রচারাভিযানের ক্ষেত্রে অনেক সময় ভুল তথ্য দেয়া হয়। সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।