Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারাউয়ি জঙ্গিমুক্ত ঘোষণা দুতার্তের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ইসলামিক স্টেটপন্থি (আইএস) জঙ্গিদের কাছ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর মারাউয়িকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। ফিলিপিন্সের নিরাপত্তা বাহিনী বিদ্রোহী জঙ্গিগোষ্ঠীগুলোর জোট দাওলা ইসলামিয়ার শীর্ষ দুই নেতাকে হত্যার পরদিন গতকাল মঙ্গলবার দুতার্তে এই ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুতার্তের এই ঘোষণা সত্তে¡ও দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০ থেকে ৩০ জন বিদ্রোহী এখনও লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা ২০ জনকে জিম্মি করে রেখেছে। সৈন্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় দুতার্তে বলেন, লড়াই শেষ হয়েছে এবং এখন ক্ষত সারানোর ও মারাউয়ি শহর পুনর্গঠনের সময়। লড়াই শুরুর আগে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের এই শহরটিতে প্রায় দুই লাখ লোক বাস করতো। এএনসি নিউজ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ