রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রাম রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জাহের আলম রওশন ও তার স্ত্রী, পুত্রকে হত্যার চেষ্টায় গুরুতর আহত করেছে দুষ্কৃতকারীরা। গুরুতর আহত রওশনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাহের আলম রওশন পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের অলিমিয়া হাট এলাকা মৃত হেদু মিয়ার ছেলে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম গুজরা ইউনিয়নের পুরাতন রঘুনন্দন হাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতের সঙ্গে থাকা স্ত্রী নিলুফা আকতার জানান, সন্ধ্যা ৬টার দিকে আমি আমার স্বামী, ছেলে নোয়াপাড়া পথেরহাট থেকে সিএনজি করে বাড়ি ফিরছিলাম। এ সময় সিএনজিটি পুরাতন রঘুনন্দন হাট এলাকায় পরিকল্পিতভাবে পূর্বে থেকে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ওঁৎ পেতে থাকা পূর্ব গুজরা আজগর আলী সিকদার বাড়ির জুনু মিয়ার ছেলে আজগরসহ অজ্ঞাতনামা ১০-১২ জন দুষ্কৃতকারী গাড়ীটি গতিরোধ করে রওশন। কিছু বুঝে উঠার আগেই দুষ্কৃতকারী রওশনকে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে যায়। এ সময় আমি তাকে উদ্ধার করতে গেলে দুষ্কৃতকারীরা আমাকে এবং আমার শিশু সন্তান সিয়াম (৫)-কেও মারধর করে। দুষ্কৃতকারীরা আহতের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।