Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে পৃথক ঘটনায় নিহত ৯

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী নগরীর বুধপাড়া গনির ঢালান এলাকায় গতকাল সোমবার ভোরে ট্রেনে কাটা পড়ে ময়েজ উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে েেছড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধ ময়েজ উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ জানান, তারা বাবা স্ট্রোকের রোগী ছিলেন। তেমন চলা-ফেরা করতে পারতেন না। এই অবস্থায় ভোরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপরে যান। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে প্রতিবেশীরা ময়েজ উদ্দিনের বাড়িতে খবর দিলে ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে শাখা যমুনা নদীতে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত রোববার বিকালে ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া হয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদীতে লাশ ভেসে যাওয়া দেখে এলাকাবাসী ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী কেউ লাশটির পরিচয় সনাক্ত করতে পারেনি। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিবের সাথে কথা বললে তিনি বলেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাখা যমুনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মস্তক বিহীন লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার সুজাইল মোড় এলাকা থেকে ফিরোজ আলম জুয়েল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মহাদেবপুর-পতœীতলা আঞ্চলিক মহাসড়কের সুজাইল মোড় নামক স্থানে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে মহাদেবপুর থানায় খরব দেয় এলাকাবাসী। নিহত ফিরোজ আলম জুয়েল মহাদেবপুর উপজেলার চকহরিবল্লব জিয়াবাজার এলাকার মৃত হারুন উর রশিদের ছেলে। ব্যবসায়িক কাজে রোববার সন্ধ্যার পর ফিরোজ আলম জুয়েল মোটরসাইকেল নিয়ে পতœীতলা উপজেলার নজিপুর পৌর এলাকায় যায়। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে পুলিশের মাধ্যমে তার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে থানায় এসে তারা লাশ সনাক্ত করে। গতকাল সোমবার সকালে জুয়েলের লাশ পাওয়া গেলেও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ কারণে ধারনা করা হচ্ছে, সে হয় ছিনতাইকারীদের কবলে পড়েছিল। সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে মোটরসাইকলেটি নিয়ে গেছে।
নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার নাঙ্গুলী গ্রামের রুহুল আমিন আদব মল্লিক (৩০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নলছিটি থানার ওসি (তদন্ত) আঃ হালিম তালুকদার জানান, সোমবার সকালের দিকে স্থানীয় বাজারে তার নিজ মুদির দোকানে বৈদ্যুতিক বাল্বে সমস্যা দিলে মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত রুহুল আমিন আদব মল্লিক পৌরএলাকার দক্ষিণ নাঙ্গুলী গ্রামের মোঃ সুলতান মল্লিকের ছেলে।
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা জানান, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটিতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মহেশ্বরকাটি গ্রামের মৃত অনাথ সরদারের পুত্র মহেন্দ্র সরদার (৬০) রবিবার মহেশ্বরকাটি গ্রামে আনন্দ মোহনের বাড়ির সামনে খই গাছের ডাল কাটছিলেন। গাছের একটি বড় ডাল কেটে দিলে সেটি পাশের ৩৩০০০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের তারের উপর পড়ে। ডালটি ৩ তারের সাথে জড়িয়ে গেলে মহেন্দ্র বিদ্যুতায়িত হয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। তাকে আশাশুনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, চৌদ্দগ্রামে পানিতে ডুবে আবুল কাশেম (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেম পৌর এলাকার পশ্চিম চাঁন্দিশকরার বাসিন্দা। জানা যায়, আবুল কাশেম দীর্ঘদিন ধরেই অসুস্থ্য। গত রোববার দুপুরে বাড়ীর পাশর্^বর্তী একটি মাছের প্রজেক্টে অনেকের সাথে আবুল কাশেমও মাছ ধরতে যায়। এক পর্যায়ে সবাই চলে আসলেও আবুল কাশেম অসুস্থ্য শরীর নিয়েই মাছ ধরতে থাকে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলেও পিতা বাড়ী আসছে না দেখে ছেলেরা ঐ পুকুরটির কাছে যায় কিন্তু পিতাকে দেখতে পায় না। পিতার খোঁজে এক পর্যায়ে ছেলেরা এবং স্থানীয় লোকজন পুকুরের পানিতে জাল মারতে থাকলে রাত আনুমানিক ৮টায় দিকে নিহত আবুল কাশেমের লাশ জালে উঠে।
বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের বিরলে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। জানা গেছে, গত রোববার বিকালে উপজেলার ১২ নং রাজারামপুর ইউপির রাজারামপুর গ্রামের হাসমত আলীর স্ত্রী ২ সন্তানের জননী আলফা বেগম (৩৫) বিষপান করলে তাকে সাথে সাথে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে সে মারাযায়। তার আত্মহত্যার কারণ জানাযায়নি।
জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র নিখোঁজের দু’দিন পর ছয়ফুল আলম (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ তার বাড়ীর পাশের খাল থেকে কাঁদাচাঁপা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে বারঠাকুরী ইউনিয়নের ছালেহপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র। কলেজছাত্র ছয়ফুলের পরিবার জানায়, গত শনিবার সকালে সে বাড়ি থেকে বের হয়ে যাবার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। গতকাল সোমবার সকালে বাড়ীর পাশের একটি খাল থেকে দুর্গন্ধ ছড়ালে লোকজন সেখানে গিয়ে কাঁদাচাঁপা অবস্থায় ছয়ফুল আলমের লাশ দেখতে পান। পরে বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত কারা তা এখনো জানা যায়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের খোঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৪ ঘন্টা পর শিশু শিক্ষার্থী নাজমুল হাসানের (৬) ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর পূর্ব পাড়ার জসিম উদ্দিনের পুত্র মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র নাজমুল হাসান গত রোববার খেলাধূলা করে সন্ধ্যায় বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া সাইডুলি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অনেক খোজাখুজির পরও তার কোন সন্ধান পায়নি। গতকাল সোমবার সকাল ৮টার দিকে নাজমুল হাসানের লাশ কাংশা ব্রীজের কাছে ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ