Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা করায় প্রাণনাশের হুমকি পালিয়ে বেড়াচ্ছে বাদী

লিবিয়া পাঠানোর নামে প্রতারণা

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : লিবিয়া পাঠানোর নাম করে প্রতারণা করায় আমতলী ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা করে পালিয়ে বেড়াতে হচ্ছে বাদীকে। আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের হাতেম আলীর পুত্র মোঃ দেলোয়ার হাং তার নিজ পুত্র ও পুত্রের ২ বন্ধুসহ ৩ জনের লিবিয়া পাঠানোর জন্য ঘটখালী গ্রামের আফছের গাজীর পুত্র কনু হাওলাদারের নিকট ৬ আগস্ট ২০১৪ তারিখ চুক্তিপত্রের মাধ্যমে নগদ ১৩ লাখ টাকা তুলে দেয়। প্রায় দেড় বছর অপেক্ষা করার পর টাকা ফেরত পাওয়ার জন্য  আমতলী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। মামলা নং সিআর-৭৪৯/১৫। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামীদের ১ জনকে জেলহাজতে প্রেরণ এবং ১ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মামলা করার কারণে ক্ষিপ্ত হয়ে আসামী পক্ষ বাদীকে মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়। বাদী পক্ষ প্রাণনাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা করায় প্রাণনাশের হুমকি পালিয়ে বেড়াচ্ছে বাদী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ