Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলান ডার্বির নায়ক ইকার্দি

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জার্সি বদল হওয়ার সাথে সাথেই বদলে গেলেন মাউরো ইকার্দি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গোলের জন্য হন্যে হয়ে ফেরা এই স্ট্রাইকার ক্লাবে ফিরেই করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। রোমাঞ্চকর মিলান ডার্বিতে তার দল ইন্টারও জিতেছে ৩-২ গোলে।
মিলান ডার্বির আগের সেই উত্তাপ অবশ্য এখন আর নেই। এক সময়ের ইউরোপ চ্যম্পিয়ন দল দুটি এখন নিজেদেরকেই খুঁজে ফিরছে। গেল মৌসুমও তারা ছিল শীর্ষ পাঁচের বাইরে। চলতি মৌসুমে অবশ্য নতুনভাবে দল গুছিয়ে ঐতিহ্যে ফেরার ইঙ্গিত দিয়েছে ২০০৮-০৯ মৌসুমের ট্রেবলজয়ী ইন্টার। ইতোমধ্যে এর ফলও পেতে শুরু করেছে। ঘরোয়া সেরি আ লিগে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুইয়ে; হার নেই একটিও। কিন্তু পরিবর্তন আসেনি নগর প্রতিদ্ব›দ্বী এসি মিলানের ভাগ্যে। ছয়ে থেকে গেল মৌসুম শেষ করা মিলানের বর্তমান অবস্থান দশ নম্বরে! অথচ ছয় মৌসুম আগেও তারা ছিল লিগ চ্যাম্পিয়ন। দ্বিতীয় সর্বোচ্চ (৭বার) চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড যাদের দখলে।
তবে লড়াইটা যখন ঐতিহ্য রক্ষার সেখানে বাকি সব কিছুই হয়ে যায় গৌন। মাঠের লড়াইয়ে তাই দুদলের শক্তির পার্থক্য খুব বেশি চোখে পড়ার মত ছিল না। দুইবার পিছিয়ে পড়েও তাই সমতায় ফেরে মিলান। ম্যাচের ২৮তম মিনিটে ইকার্দির গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে ফিরেই স্কোর বোর্ডে সমতা এনে দেন ফার্নান্দেজ সায়েজ। ৬৩তম মিনিটে ইকার্দির গোলে আবারো এগিয়ে যাওয়া। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে আত্মঘাতি গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে ইন্টার। কিন্তু ৯০তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। সেট পিস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠাতে একদম ভুল করেননি অধিনায়ক ইকার্দি। দুদলেরই ঘরের মাঠ সান সিরো তখন ইন্টার দর্শকদের মাতম। জার্সি খুলে মেসিয় ভঙ্গিমায় সেটাকে পতাকা বানিয়ে হয়তো ভক্তদেরও আর্জেন্টাইন স্ট্রাইকার বুঝিয়ে দিলেন Ñএখন থেকে এই মাঠের আধিপত্য কেবল ইন্টারের। ম্যাচ শেষে ২৪ বছর বয়সী বলেন, ‘ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করতে পারা বিশেষ কিছু। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইন্টার জিতেছে।’
পরের ম্যাচেই পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ইকার্দির দলের সামনে। শনিবারের সেই ম্যাচে তারা মুখোমুখি হবে ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নাপোলির। ১৯ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বর দল বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

ইন্টার মিলান ৩ : ২ এসি মিলান

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ