নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : নেপালের রাজধানী কাঠমন্ডুতে গত ১৩ ও ১৪ অক্টোবর দু’দিনব্যাপী অনুষ্ঠিত হল প্রথম জুরখানে কুস্তি পালোয়ানি চ্যাম্পিয়নশিপ। সাফ রিজিওন্যাল এ আসরে বাংলাদেশ দু’টি স্বর্ণ সহ মোট ৯ টি পদক জিতে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। এবং স্বাগতিক নেপাল পায় তৃতীয়স্থান। আসরে বাংলাদেশ দলের শরৎ চন্দ্র ব্যক্তিগত কাবাডে ইভেন্টে আট দেশের খেলোয়াড়কে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন। তিনি প্রাইজমানি পান ১০০ ডলার। ব্যক্তিগত ইভেন্টে মাইনাস ৭০ কেজিতে পাচঁ দেশের খেলোয়াড়কে হারিয়ে লাল-সবুজদের পক্ষে দ্বিতীয় স্বর্ণ জয় করেন সিরাজুল ইসলাম। তিনিও ১০০ ডলার প্রাইজমানি পান। এদিকে, দলীয় ডিসপ্লে ইভেন্টে আফগানিস্তানের কাছে হারার ফলে রৌপ্যপদক পায় বাংলাদেশ। দলীয় ভাবে ২০০ ডলার প্রাইজমানি পায় বাংলাদেশের কুস্তিগীররা। প্রতিযোগিতা শেষে রোববার দেশে ফিরে এসেছে বাংলাদেশ কুস্তি দল। প্রথম জুরখানে কুস্তি পালোয়ানি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, স্বাগতিক নেপাল, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ ও ভারত অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।