Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাই প্লে-অফের শীর্ষ বাছাই ইতালী

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্লে-অফে ইউরো অঞ্চলের ড্রয়ে শীর্ষ বাছাই হিসেবে অংশ নেবে ইতালী। গতকাল নতুন বিশ্ব র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় ইউরো অঞ্চলের চারটি শীর্ষ বাছাই হিসেবে ইতালী ছাড়াও আছে সুইজারল্যান্ড, ক্রেয়েশিয়া ও ডেনমার্ক। যারা আগামী মাসে বিশ্বকাপের প্লে অফ ম্যাচে অংশ নিবে।
দুই লেগের প্লে-অফে শীর্ষ দশ র‌্যাংকিংয়ের বাইরের দল হিসেবে অংশ নেবে উত্তর আয়ারল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং গ্রীস। আগামী ১ ডিসেম্বর মস্কোতে বিশ্বকাপের গ্রæপ পর্বের ড্র আয়োজনের ক্ষেত্রেও কাজে লাগবে ফিফার এই নতুন র‌্যাংকিং।
এর ফলে স্বাগতিক রাশিয়াসহ বর্তমান চ্যাম্পিয়ন ও একনম্বর র‌্যাংকধারী জার্মানী, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স শীর্ষ বাছাই হিসেবে গ্রæপে স্থান পাবে। স্পেন, ইংল্যান্ড ও উরুগুয়ের মতো শীর্ষ দেশগুলো এবারের বিশ্বকাপে শীর্ষ বাছাইয়ের তালিকা থেকে ছিটকে পড়েছে।
বর্তমান র‌্যাংকিংয়ে শীর্ষ দশের মধ্যে পেরু ও রয়েছে। তবে রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহনের সুযোগ নিশ্চিত করতে হলে পেরুকে প্লে-অফ ম্যাচ খেলে আসতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে। রাশিয়া (৬৫তম) শীর্ষ ১০ দেশের বাইরে থাকলেও টুর্নামেন্টের আয়োজক হবার কারণে স্বাগতিক হিসেবে ড্রয়ের শীর্ষে জায়গা পেয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ