Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরীপুর ১৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে গত রোববার প্রত্যাহারের শেষ দিনে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে উপজেলার সিধলা ইউনিয়নে ইকবাল হোসেন তালুকদার, মইলাকান্দায় জোসেফ উদ্দিন জর্জ ও মোঃ শাহিনুর ইসলাম, রামগোপালপুরে ফারুক আহাম্মেদ, অচিন্তপুরে সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ও মাজাহারুল ইসলাম রিপন। সাধারণ সদস্য পদে সিধলায় মোঃ জালাল উদ্দিন, মইলাকান্দায় বিকাশ কুমার রায়, মাওহাতে আরশ মিয়া, সহনাটিতে রুপক মিয়া, রামগোপালপুরে রুকন উদ্দিন, জহিরুল ইসলাম, ভাংনামারীতে শহিদুল্লাহ, শক্কুর আলী ও সাইফুল ইসলাম, অচিন্তপুরে হারেছ মিয়া এবং সংরক্ষিত মহিলা আসনে ভাংনামারীতে লাইলী বেগম ও সিধলায় জাহানারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বলে সংশ্লি­ষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসারগণ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৌরীপুর ১৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ