Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা হামলার ভুয়া খবর প্রকাশ করে ক্ষমা চাইল ভারতীয় সংবাদ সংস্থা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দেশটির নাগাল্যান্ডে রোহিঙ্গা হামলার পরিকল্পনা করছে শীর্ষক একটি ভুয়া খবর প্রকাশের পর ক্ষমা চেয়েছে। একই সঙ্গে সংস্থাটির একজন কপি এডিটরকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংবাদ সংস্থাটি নাগাল্যান্ড পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের দ্বারা সম্ভাব্য হামলার খবরটি প্রকাশ করেছিল। ওই ভুয়া খবরে দাবি করা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে নাগাল্যান্ডের মানুষের ওপর হামলা চালাবে। এনআইএ’র এই খবরটি ভুয়া হিসেবে শনাক্ত করে দ্য মরুং এক্সপ্রেস। অল্টনিউজ খবরটি এনএনআই’র কাছ থেকে নিয়ে প্রকাশ করেছিল প্রথম। পরে তা জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।
খবরটি ভুয়া হিসেবে ধরা পড়ার পর এএনআই তা ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলে। বার্তা সংস্থাটির সম্পাদক স্মিতা প্রকাশ টুইটারে এক বিবৃতিতে নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন। তিনি জানান, খবরটি যে কপি এডিটর প্রকাশ করেছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে। সূত্র: হাফিংটন পোস্ট।



 

Show all comments
  • mohid ১৭ অক্টোবর, ২০১৭, ৭:০৫ পিএম says : 0
    This is hind
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ