Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৭২ জনের মৃত্যু, নিখোঁজ ৩০

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে গত সপ্তাহের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৭২ জনের মৃত্যু ও ৩৩ জন আহত হয়েছে। এতে এখনো ৩০ জন নিখোঁজ রয়েছে। সোমবার প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রিয় স্টিয়ারিং কমিটি একথা জানায়।
খবরে বলা হয়, এদের মধ্যে ২৩ জন উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশে, ১৬ জন মধ্যাঞ্চলীয় থান হোয়া প্রদেশে, ১৫ জন উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে ও নয়জন মধ্যাঞ্চলীয় নঘি আন প্রদেশে মারা যায়।
এদিকে এ প্রাকৃতিক দুর্যোগে এখনো হোয়া বিন, থান হোয়া, ইয়েন বাই ও উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশের ৩০ জন নিখোঁজ রয়েছে। ভূমিধস ও বন্যায় প্রায় ৫০ হাজার ঘরবাড়ি এবং ৪৬.৯ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যায় প্রায় ৩০ হাজার গবাদি পশু ও হাঁস-মুরগি ভেসে গেছে। রোববার হোয়া বিন কর্তৃপক্ষ এ প্রদেশে ভূমিধসের কারণে জরুরি অবস্থা জারি করেছে। সূত্র : সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ