মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিউনিশিয়ার উপকূল থেকে ১০ জন অভিবাসীর লাশ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। এর আগে গত সপ্তাহে ডুবে যাওয়া নৌকাটি থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছিলো। সবমিলে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। রবিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার দক্ষিণাঞ্চলের উপকূল থেকে ৫৪ কিলোমিটার দূর থেকে আট লাশ উদ্ধার করা হয়েছিলো। জীবিত উদ্ধার করা হয় ৩৮ জনকে। উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, নৌকায় ৭০-৮০ জনের মতো ছিলো। তিউনিশিয়ায় এই ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। ডুবে যাওয়াদের স্বজনরা দুইটি শহরে বিক্ষোভ করেছে।
সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।