পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুরান ঢাকার চকবাজারের চক মোগলটুলী ও ছোট কাঠরা এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৭৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এর মূল্য ৩৫ কোটি ৪০ লাখ টাকা। গতকাল রোববার কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোস্টগার্ড পাগলা স্টেশনের টিম লিডার লেফটেন্যান্ট সাখাওয়াত কবির ও সাব-লেফটেন্যান্ট এমএম আসিফের নেতৃত্বে ভোরে চক মোগলটুলী ও ছোট কাঠরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ কোটি ৭৭ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ এ জালের আনুমানিক মূল্য ৩৫ কোটি ৪০ লাখ টাকা। তবে অভিযানকালে জালের মালিককে পাওয়া যায়নি। জব্দ করার পর আইনি ব্যবস্থা নিতে এ কারেন্ট জাল ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীরের কাছে হস্তান্তর করা হয়। গতকাল দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।