Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরকে ফলো অনে ফেলেছে খুলনা

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : হেমন্তের প্রথম দিন আজ। কিন্তু প্রকৃতিতে শরতের আমেজ। প্রকৃতির বাধা না থাকায় ১৯তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলাও ছড়াতে শুরু করেছে রোমাঞ্চ। প্রথম দুদিন ব্যাটসম্যানরা ছড়ি ঘোরানোর পর তৃতীয় দিনের নিয়ন্ত্রণ ছিল অনেকটাই বোলারদের হাতে। সেই সুবাদে চার ম্যাচের তিনটিতেই পাওয়া যাচ্ছে জয়-পরাজয়ের সুবাস। ব্যাটসম্যানদের স্বতর্ক দায়ীত্বে একমাত্র রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচটি গড়াচ্ছে নিরুত্তাপ ড্রয়ের দিকে।
সবচেয়ে ভালো অবস্থানে আছে খুলনা বিভাগ। রাজশাহীতে ব্যাটসম্যানদের দায়ীত্বশীল ব্যাটিংয়ের পর বল হাতেও নৈপূণ্য দেখিয়েছেন বোলাররা। রংপুর বিভাগও ২৯৬ রানে গুটিয়ে পড়ে যায় ফলোঅনে। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে রেখেছে রংপুর। দিন শেষে ১ উইকেটে তাদের সংগ্রহ ৮০ রান। হাতে ৯ উইকেট থাকলেও এখনো তারা পিছিয়ে ১৩৫ রানে।
বগুড়ায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ভালো অবস্থানে আছে রাজশাহী বিভাগও। ওপেনার মিজানুর রহমানের সেঞ্চুরির পর হামিদুল ইসলামের অপরাজিত ৭৩ রানের সুবাদে ৪০৩ রানের বড় সংগ্রহ গড়ে রাজশাহী। ১৪৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১০৯ রান তুলেছে চট্টগ্রাম। এখনো তারা পিছিয়ে ৩৪ রানে।
ওদিকে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৬০ রানের লিড নিয়েও স্বস্তিতে নেই সিলেট বিভাগ। ঢাকা মেট্রোপলিটনের বোলিং তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৭৬ রান করেছে সিলেট। নাহিদুজ্জামান ৪টি ও ইলিয়াস সানি নেন ৩টি করে উইকেট। এর আগে হাতের দুই উইকেট হারিয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় মেট্রো। দিন শেষে ২৩৬ রানে এগিয়ে সিলেট।
নাটকীয় কিছু না ঘটতে নিরুত্তাপ ড্র হওয়ার পথেই আছে খুলনায় অনুষ্ঠিত রংপুর-ঢাকা ম্যাচ। রংপুরের ৮ উইকেটে ৫৬০ রানের জবাবে দিনশেষে ৬ উইকেটে ২৯৫ রান করেছে ঢাকা। জয় অসম্ভব জেনে রানের চেয়ে ক্রিজে পড়ে থাকার দিকেই বেশি মনোযোগ ব্যাটসম্যানদের। দুই অপরাজিত ব্যাটসম্যান ছাড়া সবাই খেলেছেন ছোট কিন্তু কার্যকরী ইনিংস। এর মধ্যে ফিফটি আছে তিনটিÑ মিনহাজ ৬২, রাকিবুল হাসান ৫১ ও শুভাগত হোক করেন ৬৭ রান। শেষ ১৫ ওভারে ২৮ রান যোগ করে অবিচ্ছিন্ন আছে মোশাররফ-শরিফ জুটি।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
খুলনা-বরিশাল (১ম স্তর)
খুলনা ১ম ইনিংস : ৫১১/৮
বরিশাল : ৯২ ওভারে ২৯৬ (আগের দিন ৯৪/৪) (নুরুজ্জামান ৩, মঈন ৬১, সোহাগ ৬৫, শামসুল ৩০, মানিক ৭, মনির ২৭, তৌহিুল ৪*; আল আমিন ২/৭৩, রবিউল ২/৪৩, নাহিদুল ৩/৫১, রাজ্জাক ৩/৮৯, মঈনুল ০/৩৪)। ও (ফলো অনের পর) ৩৫ ওভারে ৮০/১ (মনির ১, রাফসান ৪৭*, ফজলে রাব্বি ২৯*; আল আমিন ১/১২, জিয়াউর ০/৭, রবিউল ০/১৪, নাহিদুল ০/২০, রাজ্জাক ০/১৯, মঈনুল০/৬, রবি ০/১)।
রংপুর-ঢাকা (১ম স্তর)
রংপুর ১ম ইনিংস : ৫৬০/৮ (ডি.)
ঢাকা বিভাগ ১ম ইনিংস : ১১৯ ওভারে ২৯৫/৬(আগের দিন ৫৪/১) (রনি ২৭, মিনহাজ ৬২, রকিবুল ৫১, শুভাগত ৬৭, তাইবুর ২৪, মোশাররফ ৬*, শরিফ ১৭*; সাজেদুল ০/১৬, রবিউল ০/৩১, শুভ ২/৮৮, মাহমুদুল ১/৬৯, রহমান ২/৬০, আরিফুল ০/১, জাভেদ ১/৯, নাঈম ০/৮)।
সিলেট-ঢাকা মেট্রো (২য় স্তর)
সিলেট : ৩১৯ ও ৭২ ওভারে ১৭৬/৮ (ইমতিয়াজ ১৬, শানাজ ৬৬, রাহাতুল ২, রাজিন ২০, অলক ৩২, শানানুর ২৩*, এজাজ ০, আনোয়ার ০, এনামুল জুনিয়র ১, আবু জায়েদ ১১*; ডলার ০/১৪, সৈকত ০/৬, নিহাদ ৪/৭৭, শরিফ উল্লাহ ১/২৯, ইলিয়াস সানি ৩/৪৫, আশরাফুল ০/০)।
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ৭৭.৪ ওভারে ২৫৯ (আগের দিন ২৩১/৮) (জাবিদ ১৯, ডলার ১৭, নিহাদ ৬*; আবু জায়েদ ১/৫৩, খালেদ ১/৩৪, এনামুল জুনিয়র ৫/৯৬, রাহাতুল ১/২৯, শাহানুর ১/৪৩)।
চট্টগ্রাম-রাজশাহী (২য় স্তর)
চট্টগ্রাম : ২৬০ ও ৩০ ওভারে ১০৯/৩ (সাদিকুর ৪৮, জসিম ৭, তাসামুল ৩২*, ইরফান ৪, সাজ্জাদুল ১৬*; ফরহাদ রেজা ১/২৯, দেলোয়ার ০/২১, শরিফুল ১/২৭, সাকলাইন ১/২৪, মাইশুকুর ০/৭, হৃদয় ০/১)।
রাজশাহী ১ম ইনিংস : ১৩৪.৫ ওভারে ৪০৩ (আগের দিন ২২৯/৫)(ফরহাদ হোসেন ৪৩, হৃদয় ৩১, হামিদুল ৭৩, ফরহাদ রেজা ৪, সাকলাইন ২৬, শরিফুল ০; রানা ২/৮৩, হাসান ২/৭৭, সাখাওয়াত ১/৭৪, রনি ২/৯৪, ওয়াহিদুল ২/২৭, তাসামুল ০/১১, সাজ্জাদুল ০/৫, সাঈদ ০/৩)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ