Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি গোল পেতে অপেক্ষা ১৪৮ মিনিট!

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ১৪৮ মিনিট অপেক্ষার পর হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টে একমাত্র গোলের দেখা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল ‘এ’ গ্রæপে নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে বহুল কাঙ্খিত গোলটি পায় লাল-সবুজরা। যদিও ম্যাচে হেরে গেছে তারা। তারপরও সান্তনা দেরীতে হলেও গোল তো পাওয়া গেছে। গত বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু পর থেকে কাল পর্যন্ত তিন ম্যাচ খেলেছে স্বাগতিকরা। পাকিস্তানের পর ভারত। দু’ম্যাচে ১২০ মিনিট। আট কোয়ার্টার। কিন্তু পেনাল্টি কর্ণার (পিসি) ভাগ্যের শিঁকে ছিড়ছিলো না। অবশেষে অধরা পিসি পেল বাংলাদেশ। গোলও করলো। কাল গ্রæপের তৃতীয় ম্যাচে জাপানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম পিসি পায় তারা। এই পিসি থেকেই একমাত্র গোলটি আসে বাংলাদেশের। তখন দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ ম্যাচের ২৮ মিনিট, ঠিক সেই সময়ে প্রথম পিসির দেখা পেল বাংলাদেশ। ১৪৮ মিনিট পর পাওয়া পিসিতে পুষ্কর ক্ষিসা মিমোর পুশে বল স্টপ করান কামরুজ্জামান রানা। সেই বলে হিট করে গোল করেন পিসি স্পেশালিষ্ট মামুনুর রহমান চয়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ