Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধরা পড়ল অন্তর্বাস চোর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সিঙ্গাপুরে এক অন্তর্বাস চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বেদক শহরের পুলিশ এ তথ্য জানিয়েছে। গত সোমবার বেদক রিজারভয়ের রোডের ১৩৫ নম্বর বøক থেকে অন্তর্বাস চুরি হয়। পুলিশকে বিষয়টি জানানো হলে তদন্ত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর ২৬ বছরের সন্দেহভাজন চোরকে চিহ্নিত ও গ্রেপ্তার করে। চলতি সপ্তাহের প্রথম দিকে একটি বাড়ির কাপড় শুকানোর স্থান থেকে নারীর অন্তর্বাস চুরির একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। চেন নামে এক নারী জানিয়েছেন, দুই-এক মাস আগে তার অন্তর্বাস চুরি হচ্ছিল। এরপরই তিনি ফ্ল্যাটের বাইরে গোপন ক্যামেরা বসান। ওই ক্যামেরাতেই অন্তর্বাস চুরি করার ঘটনাটি ধরা পড়ে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ