মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের খোঁজে তল্লাশি চলছে রাজ্যজুড়ে। এরই মধ্যে বিমল গুরুংয়ের পার্টি অফিসে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। তার পাতলেবাসের বাড়িতেও আগুন দেয়ার চেষ্টা করা হয়। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। তবে কারা আগুন লাগানোর চেষ্টা করেছে, তা জানা যায়নি। গত বৃহস্পতিবার থেকে বিমল গুরুংয়ের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে রাজ্য পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দার্জিলিংয়ের সিংমারিতে বিমল গুরুংয়ের কার্যালয়ে গতকাল রোববার ভোরে আগুন লাগানোর চেষ্টা করা হয়। আগুন দেয়া হয় পাহাড়ে গুরুংপন্থীদের বাড়িতেও। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশের দাবি, এ ঘটনার পেছনে মোর্চার সদস্যরা থাকতে পারে। কারণ, পাহাড়ে গুরুং ও মোর্চার সমর্থকদের বাড়িতেও তল্লাশি চলছে। এই পরিস্থিতিতে তথ্যপ্রমাণ নষ্ট করার জন্য এই কাজ করা হয়ে থাকতে পারে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।