Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াশিংটনে ইরানি দপ্তরে হামলা-গুলি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ওয়াশিংটনে ইরানি দপ্তরে হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ভাষণ দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামী প্রজাতন্ত্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত এ দপ্তরে হামলা হয়। অজ্ঞাতনামা হামলাকারীরা ইরানের স্বার্থরক্ষায় নিয়োজিত কূটনৈতিক দপ্তরের ইট-পাটকেল এবং এয়ার গানের গুলি ছোঁড়ে। শনিবার খুব ভোরে ন্যক্কারজনক এ হামলা চালানো হয়েছে। দপ্তরের প্রধান মেহদি আতেফাত জানান যে হামলায় দপ্তরটির কয়েকটি জানালা ভেঙ্গে গেছে এবং ভবনের গায়ে গুলি লেগেছে। এ ছাড়া, ভবনের দেয়ালে ইরান বিরোধী শ্লোগানও লিখে দেয়া হয়েছে। স¤প্রতি দেশটিতে ইরান বিরোধী যে প্রবণতার সৃষ্টি হয়েছে দেয়ালের লেখায় তাই ফুটে উঠেছে বলে জানান মেহদি আতেফাত। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ