মসনবী শরীফমাওলানা জালাল উদ্দীন রূমী রহ.কাব্যানুবাদ : রূহুল আমীন খান সওদাগর ও তোতার কাহিনী ১৯৬৯. বিবর্তমান মহাজগতের তুমিই নও জীবন জীবণামৃতের আর্তবিলাপ করো ওগো শ্রবণ। ১৯৭০. খোদার ওয়াস্তে থামাও, থামও বর্ণনা পুষ্পের শুনাও কথন ফুল হতে জুদা বিরহী বুলবুলের। ১৯৭১. লভিনা আমরা সুখ-দুখ থেকে...
কাব্যানুবাদ : রূহুল আমীন খান১৯৩৯. ‘খোদার খুদী’* যেন সরস ভেজাল বিহীন গম তার তুলনায় ‘লোকের খুদী’ খড়-কুটা এক দম। ১৯৪০. খোদাই মূল খুদী, সে মূল খোদায়ী খুদী থেকে সৃষ্টি-মাঝে এসেছে সব খুদী একে একে। ১৯৪১. থাকুক এ কথা, অভিযোগ মোরÑ সর্বদা আমি...
কাব্যানুবাদ : রূহুল আমীন খান১৪৩০. তুমিতো নিজের ’পরে করিতেছ নিজে আক্রমণ ওই ধৃষ্ট দুর্বিনীত আহাম্মক সিংহের মতন। ১৪৩১. করে আত্মবিশ্লেষণ তাকালে সুস্থির করে মন তোমার মানস চোখে নিজ দোষ দেখিবে তখন। ১৪৩২. এ তত্ত¡ বুঝিল সিংহ হলো কূপে পতিত যখন...
৯৭০. পানি-রুটি এবং মানব এক তো নহে দুই জাতের খাদ্য হয়ে এরাই অভিন্ অংশ বনে মানবদের। ৯৭১. পরস্পরে ভিন্ন তবু দেখলে মিলন দুই জাতের ভাববে তখোন কোথাও বা কোথাও আছে মিল তাদের। ৯৭২. ভিন্নজাতের প্রতি যদি হয় হৃদয়ের আকর্ষণ সাদৃশ্য তার...
কাব্যানুবাদ : রূহুল আমীন খান ৯৫৮. কূপের পানি আবদ্ধ তার বাইরে যাবার রাস্তা নাই বাতাস তাকে শুষে শুষে নিজের বুকে নেয় গো তাই। ৯৫৯. এমনি ভাবে নেয় শুষে তা’ কেউ কখনো পায় না টের অবশেষে পৌঁছে পানি স্বউৎসে নীলসমুদ্রের। ৯৬০. দুন্য়া কারায় বন্দি...
কাব্যানুবাদ : রূহুল আমীন খান ৯৪৬. কোহিতুরের সুফী হওয়ায় নেই কিছুই বিস্ময়ের পানি মাটির উপাদানই নবী মূসার ওই দেহের। ৯৪৭. উপদেশদাতাদের প্রতি য়াহুদী বাদশার অবজ্ঞা ও খোদায়ী গযবের আগুনে সদলবলে ধ্বংস হওয়া ৯৪৮. অলৌকিক এ দৃশ্য রাজা দেখল নিয়ে সঙ্গী তার দেখল,...
৯১৩. চাইলে খোদা কষ্ট বিষাদ যায় হয়ে আনন্দময় চাইলে তিনি পায়ের শেকল, স্বাধীনতার সনদ হয়। ৯১৪. আগুন পানি বায়ূ মাটি ভাবছ ওদের জীবন নাই ওরা চির অনুগত, যিন্দা ওরা খোদার ঠাঁই। ৯১৫. আশিক সম প্রতীক্ষমান অগ্নি সদা সর্বদাই করলে হুকুম মাশুক খোদা পালন...