Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আমার মা খালারা চার বোন, এক ভাই। নানা নানী মারা গেছে। এখন আমার মা খালারা নানার সম্পত্তির যে অংশ পাবে তা নিয়ে আসতে চায়। কিন্তু আমার মামা এবং এক খালা বলে, মা খালারা যে সম্পত্তি পাবে তা থেকে অর্ধেক এবং কম দামী জমি আনতে এবং মামা, মামী আমাদের সাথে খুবই দুর্ব্যবহার করে। কিন্তু আমার মা এবং অন্য দুই খালারা তাতে রাজি না। এতে এক খালা এবং মামা, আমার মা এবং দুই খালাকে বার বার জোর জবরদস্তি করে। এখানে উল্লেখ্য যে, আমার এক খালা এবং মামার আর্থিক অবস্থা খুবই ভাল। তাদের ছেলে মেয়েরা আমেরিকা এবং জাপান থাকে। অন্য দিকে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় আমার এক খালা এবং মামার প্রস্তাব কুরআন এবং হাদিসের আলোকে কতটা যৌক্তিক। জানালে উপকৃত হব।

উত্তর : কোরআন ও সুন্নাহ এ ক্ষেত্রে সমমূল্যের সম্পত্তি সবাইকে দেওয়ার কথা বলে। তবে, ওয়ারিশানরা একমত হয়ে কোনো ছাড় দিলে বা সমঝোতা করলে এটাও শরীয়ত সমর্থন করে। তবে, কাউকে জোরপূর্বক নিজ হক থেকে বঞ্চিত করা, ঠকানো, কমদামী সম্পত্তি দেওয়া বা...


আমার ছোট বোন তার ৪ জন সন্তান, এক ছেলে ও তিন মেয়ে রেখে প্রায় ৮ বছর আগে মারা যায়। মৃত্যুর পর তার সন্তানরা ছোট থাকায় ও তাদের বাবা ভরণপোষণে অক্ষম হওয়ায় আমি আমার কাছে এনে তাদের লালন পালন করছি। বড়জন ডিগ্রিতে পড়ে এবং বিবাহিত। দ্বিতীয়জন মাধ্যমিক পরিক্ষার্থী। বাকী দু’জনও লেখা পড়া করছে। এখন প্রশ্ন হচ্ছে আমার বোনের ওয়ারিশের কি হবে? তাদের সন্তানদের বা তাদের বাবাকে তা দিতে হবে কি না?

উত্তর : আপনার বোনের ওয়ারিশ সর্বাবস্থায় দিতে হবে। আপনি যদি মামা হিসাবে কোনো বিনিময় ছাড়াই এ চার সন্তানের দায়-দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন এবং খুশি মনে তা করে থাকেন, তাহলে এতে আপনি এতিম পালন, আত্মীয়তার হক আদায়সহ বহু রকমভাবে বিশাল...












আর্কাইভ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ