Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমি সরকারি চাকুরিজীবী। আমার স্থাবর-অস্থাবর যা আয় আছে তা থেকে যদি সম্পত্তির কোন অংশ সওয়াবের আশায় লিল্লাহে ওয়াকফ করে দেই তাতে আমার গুণাহ হবে কিনা? আমার স্ত্রী ও সন্তানেরা এটা চায় না। সংসারের ভরণ পোষণ ও তাদের ভবিষ্যৎ অংশ রেখেই আমি এটা করতে চাই।

উত্তর : এক তৃতীয়াংশ আপনি এভাবে ওয়াকফ করতে পারেন। তবে, লিল্লাহে ওয়াকফ যে সরকার বা লোকজনের তত্ত্ববধানে করবেন, এর ভবিষ্যত খুব ভালো হবে না। আমাদের দেশে কারও সম্পদের নিরাপত্তা নিশ্চিত নয়। তাই, স্ত্রী সন্তানের তত্ত্বাবধানে ওয়াকফে আওলাদ করুন। এতে তারাই নিয়ন্ত্রক থাকবে। বৈধ সুবিধা নিতে পারবে। আপনার প্রস্তাবিত অংশ আল্লাহর রাস্তায়ও ব্যয়িত হবে। স্ত্রী সন্তানকে স্বচ্ছল রেখে যাওয়া তাদের অভাবী রেখে যাওয়ার চেয়ে উত্তম। তাদের দান করতে শিখিয়ে যান। যদি ভালো মনে করেন, নিজ হাতে সদকায়ে জারিয়ায় টাকা পয়সা বিনিয়োগ...






প্রশ্ন : আমাদের একটা জমি আছে। আমরা এখানে ঘর করতে চাই ভাড়া দেয়ার জন্য। কিন্তু ঘর করার মতো পর্যাপ্ত টাকা আমাদের হাতে নেই। আমরা চাচ্ছি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘর করতে। তাদের সাথে কথা বলে জানতে পারি, আমাদের নিজেদের ৫০% টাকা থাকলে তারা ঋণ দেবে এবং তা ১০ বছরে পরিশোধ করতে হবে। প্রতি মাসে কত দিতে হবে, প্রশ্নের জবাবে তারা বলে এটা ঘরের ভাড়ার ওপর নির্ভর করবে?

উত্তর : এখানে যে বিবরণ আছে সবই যদি শরীয়া অনুযায়ী বাস্তবায়িত হয় তাহলে নির্দ্বিধায় ঘর করতে পারেন। ৫০% ইকুইটি মানে আপনার প্রস্তুতি। জমিও আপনার। বাকি ৫০% টাকা ভাড়া থেকে ব্যাংক ১০ বছরে নেবে। এখানে ব্যাংক মালিকানায় অংশী হচ্ছে। তারা বিনিয়োগ...




আর্কাইভ
রোব সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ