Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

আমি প্রতরণা করে একজনের কিছু টাকা নিয়ে নিয়েছি, সে জানেনা। আমিও সাহস করে বলতে পারছি না। এমতাবস্থায় আমি যদি এখন ওই টাকা তার নামে মসজিদে দান করি তাহলে কি মাফ পাব?

উত্তর : এটি হচ্ছে সবশেষ বাঁচার উপায়। তবে, প্রতারণার কথা ওই ব্যক্তিকে না জানিয়ে অন্য কোনো কৌশলে তাকেই টাকাটা দিয়ে দিতে হবে। আর কোনো কারণে দিতে সমস্যা হলে তাকে সবকিছু খুলে বলে ফেলাই উত্তম। টাকাও দেওয়া হবে, আপনি আখেরাতে দায়মুক্তিও পাবেন। এতে আপনার ছোট হওয়ার সম্ভাবনা নাই, বরং নিজের ভুল বুঝতে পারা এবং মহাত্মই প্রকাশ পাবে। এরপরও যদি এ কাজে বাধা মনে করেন, তাহলে যে কোনো কৌশলে উনাকে টাকাটি দিয়ে দেন। সবশেষ পদ্ধতি হিসাবে তার পক্ষ থেকে দানের সুযোগ নিতে...




কোনো বাবা যদি জীবিত থাকা অবস্থায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তার সকল সম্পত্তি ছেলেদেরকে দিয়ে দেয়। এক্ষেত্রে তার মরনের পরে তার ছেলেদের কোনো দায়বদ্ধতা আছে কিনা বোনদেরকে বাবার সম্পত্তিতে ভাগ দেয়ার। ছেলেরা কি বাবাকে দায়মুক্ত করতে পারে? ছেলেরা কি এজন্য কোন প্রকার দায়বদ্ধ কিনা বোনদের নিকটে? মেয়েরা কি তার বাবাকে দায়মুক্ত করতে পারে?

উত্তর : এজন্য পিতা আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবেন। তবে ভাইয়েরা স্বেচ্ছায় বোনদের পরিমাণ মতো অংশ দিয়ে পিতাকে দায়মুক্ত করতে পারে। তবে এটি ঐচ্ছিক। আবার মেয়েরাও যদি খুশি মনে দায়মুক্তি দেয়, তাহলেও পিতার কোনো দোষ থাকবে না। কিন্তু ভাইয়েরা এখানে দায়ী...






আর্কাইভ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ