Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

আমি সিলেট থেকে বলছি, আমি জানতে চাই রমজান মাসে কোনো কারনে মনের ভাবনা বা কারো সাথে ফোনে কথা বলার কারনে যদি কোনো কারন ছাড়া হালকা বীর্য বাহির হয়, তাহলে কি আমাদের রোজা হবে?

উত্তর : যদি উত্তেজনার সাথে না হয়ে অসাড় ভাবে হয়, তাহলে রোজা ভাঙ্গবে না। আর যদি যৌন উত্তেজনার সাথে মূলতই বীর্য বের হয়, তাহলে রোজা ভেঙ্গে যাবে। পরে একটি রোজার জন্য একটি রোজা কাযা করতে হবে। উল্লেখ্য যে, মূল বীর্য বের হওয়ার ব্যাপারে এই মাসআলা। তবে, যদি মূল বীর্যের আগে নির্গত হালকা তরল বের হয়, তাহলে রোজা ভাঙ্গবে না। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার...


আমার হাসব্যান্ড সব সময় প্রতিজ্ঞা করে, এমন কি কোরান ছুয়ে, যে সে আর কারো সাথে কোন সম্পর্কে জড়াবে না। কিন্তু কিছুদিন পরে আবার সেটা ভেঙে ফেলে। আমি তার বিরুদ্ধে যে প্রমান পেয়েছি তা হল তাদের চিঠি, চ্যাট, ইমেইল, ছবি। আর আমাকে বলে এটা ভুলে যেতে তাকে মাফ করে দিতে। সে বলে এটা তার পাপ সে সাজা পাবে আল্লাহর কাছে। আমি সব ভুলে মাফ করে সংসার করে যাচ্ছি এখন আর পারছি না। বারবার ধরা পরে প্রমাণসহ। সে অনেক বাইরের দেশে যায় কাজের কারণে, তাই আমার জানা সম্ভব না তারা ওখানে কি করছে। আমি অনেক অশান্তিতে আছি? আমার কি করা উচিত?

উত্তর : আপনি ধৈর্যসহকারে আপনার সংসারে থাকুন। স্বামীর ব্যাপারে সন্দেহ কিংবা অনুসন্ধান করবেন না। প্রমাণ বা আলামত পেলেও এসবে মনোযোগ দিবেন না। সবকিছু দেখেও না দেখার মতো নিজেকে সামাল দিয়ে রাখুন। দোয়া করুন। সময়ে এসব ঝামেলা শেষ হয়ে যাবে। এছাড়া...


আমাদের এলাকায় মসজিদ সংলগ্ন একটি মাঠ ছিল, সেই মাঠে আমরা ঈদের নামাজ পড়তাম। কিন্তুুু মসজিদ বড় করার কারণে মাঠের জায়গা অনেকটা ছোট হয়ে গেছে। আমরা মাঠের জায়গা ক্রয় করতে চেয়েছিলাম কিন্তু সেভাবে জায়গা পাওয়া যাচ্ছে না। তাই আমরা এখন একটু বিপাকে পড়েছি। এলাকার লোকজনের কথা হলো তারা মসজিদে ঈদের নামাজ পড়বে। আশেপাশের এলাকায় ঈদগাহ আছে। তরপরও নিজ এলাকায় ঈদের আমেজ ভিন্ন। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে জানতে চাই, এ অবস্থায় ঈদের জামাত আমাদের মসজিদে আদায়ের ব্যাপারে শরীয়াহ কি বলে?

উত্তর : ঈদের নামাজ মসজিদেও সহীহ হয়। তাছাড়া মসজিদ সংলগ্ন মাঠের অংশবিশেষ এখনো আছে। ঈদের নামাজ মাঠে গিয়ে পড়া আলাদা একটি সুন্নাত। তবে, বর্তমানে মাঠের পরিমাণ কমে যাওয়ায় এবং সব জায়গায় মসজিদ অধিক উপযোগী সুবিধাজনক হওয়ায় মসজিদেও বিনা দ্বিধায় ঈদের...



আমি নামাজে দাঁড়ালে আমার ১৫ মাসের কন্যা সন্তান আমার সামনে এসে সেজদা দেয় এবং মাঝে মাঝে সেজদারত অবস্থায় থেকে যায়। এমতাবস্থায় আমার সেজদার সময় হয়ে গেলে আমি তাকে হাত দিয়ে সরিয়ে সেজদা দেই। এমনও হয় সে আমার বুকের নিচে থাকে আমি সেজদা দিয়ে উঠে যাই। তার আচরনের প্রতি তেমন মনোযোগ দেই না। প্রশ্ন হল, এতে কি আমার নামাজ হয়? আমার মেয়ে কি গুনাহগার হবে?

উত্তর : এভাবে নামাজ পড়লে নামাজের কোনো ত্রুটি হয় না। এভাবে শিশুদের আনাগোনা, অবস্থান করা অবস্থায় আল্লাহর নবীও (সা.) নামাজ পড়েছেন। শিশুদের তো গোনাহ হওয়ার কোনো সুযোগই নাই। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া,...


আমার স্বামী বিমান বাহিনীর অফিসার। ৫ মাসের একটা ট্রেইনিংএ উনি শ্রীলঙ্কাতে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছেন। আগামী কিছুদিনের মধ্যে ট্রেইনিং এর অংশ হিসেবে উনাকে ৭০ কিলোমিটারের ভেতরে আরেকটি উষ্ণ বালুময় অঞ্চলে সাত দিনের জন্য অবস্থান করতে হবে। যা উনার জন্য খুবই কষ্টসাধ্য হবে। এই ট্রেনিং এ উনি একমাত্র মুসলমান অফিসার। এই অবস্থায় ওনার জন্য রোজা কি ফরজ?

উত্তর : শ্রীলঙ্কা গিয়ে যেহেতু তিনি নিয়ত করে ছয় মাস যাবত আছেন, অতএব তিনি আর মুসাফির নন। কিন্তু বর্তমানে যেখানে যেতে চান তার দূরত্ব হিসাবে তিনি মুসাফির হন না। অবস্থানকাল হিসাবে যদিও এটি মুসাফিরির মধ্যে পড়ে। এখানে সম্ভব হলে তার...


আমার বোন যাকাত পাবার যোগ্য। সে তার স্বামীর বাড়িতে থাকে। আমি কি তাকে আমার যাকাতের টাকা দিতে পারবো? এই মুহূর্তে তার একটি মোবাইল প্রয়োজন, বিনোদনের জন্য নয়। যোগাযোগের প্রয়োজনেই তার এটা এখন দরকার। মোবাইল না থাকায় তার সাথে যোগাযোগ করতে পারি না। কিন্তু তার হাতে মোবাইল কেনার টাকা নাই। যাকাতের টাকা দিয়ে আমি কি তাকে মোবাইল কিনে দিতে পারবো। আলাদা বসবাসকারী আপন ভাইকে কি যাকাতের টাকা দেওয়া যাবে?

উত্তর : আপন ভাইবোনকে যাকাতের টাকা দেওয়া যায়। আপনার বোনকে যাকাতের টাকা দিয়ে মোবাইল কিনে দিতে পারবেন। ভাইকেও যাকাত দিতে পারবেন। যাকাত কেবল নিজের পিতামাতা ও তার ওপরের মূল সিড়িটিকে দেওয়া যায় না, যেমন আপন দাদা-দাদি, নানা-নানি কিংবা তাদের বাবা-মা।...



আর্কাইভ
রোব সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ