ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত হলো ধারাবাহিক কাপুরুষ
বিনোদন ডেস্ক : এম সাখাওয়াৎ হোসেনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ভিন্ন ধারার ধারাবাহিক নাটক কাপুরুষ। এতে অভিনয় করেছেন শহিদ আলমগীর, সানজিদা তন্ময়, নাদের চৌধুরী, অরুণা বিশ্বাস, দিলারা জামান, মাসুম আজিজ, দোলন দে, রফিকুল্লাহ সেলিম, ম.আ. সালাম, আশরাফ কবির, হাসিমুন প্রমুখ। অনুসন্ধানী বুদ্ধিদৃপ্ত পোড় খাওয়া মানুষের গল্প নিয়ে ধারাবাহিকটি নির্মিত হয়েছে। পরিচালক এম সাখাওয়াৎ হোসেন বলেন, কাপুরুষ আমার ভাল লেখাগুলোর মধ্যে একটি। খানিকটা স্বপ্নের নাটক কাপুরুষ। তাই এটি নির্মাণে কোন আপোষ করিনি। গল্প অনুযায়ী নাটকটি যথাযথভাবে চিত্রায়িত হয়েছে। আশা করি,...